আতাউর রহমান (লিটন), পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
আরও পড়ুনঃ কুমিল্লায় ব্র্যাকের উদ্যোগে ৭৬১ জন চাষীর মাঝে বিনামূল্যে পোনা মাছ বিতরণ
পারফরমে বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এসইডিসি এর উদ্যোগে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সহকারী পরিদর্শক শ্রী গৌতম কুমার পাল, একাডেমী সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম সহ অনেকেই।
মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন, ৩৭’জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হল। ইতিপূর্বে স্কুল পর্যায়ে ১০’হাজার ও কলেজ পর্যায়ে প্রতিটি শিক্ষার্থীকে ২৫’হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।