এম এ রউফ কাতারঃ
রাজনৈতিক বিষয় লক্ষ্য করুন , রাজনীতি সমাজকে একটা মাত্রা দেয়! ভালো রাজনীতি ভালো সমাজ তৈরি করে,, আর খারাপ রাজনীতি খারাপ সমাজ তৈরি করে।
রাজনীতিতে ভালো মানুষের অভাব সবসময়ই আছে, কারণ ভালো মানুষ রাজনীতিতে আসতে পছন্দ করেন না আমরা ভালো মানুষ কে খূঁজে আনতে হবে।
মেধার ভিত্তিতে রাজনীতি হওয়া উচিত! দেশের উন্নয়ন হবে। সমাজ ভালো হবে।
পরিবারতন্ত্রের রাজনীতি সমাজের স্বার্থে কাজ করতে পারে না।
যে রাজনীতিবিদ টাকার জন্য রাজনীতি করে। সে নিজেকে ধনী আর দেশকে গরীব করে রাখে। তারা নেতা নয় দূর্নীতিবাজ।রাজনীতির প্রথম বিষয় হওয়া উচিত সামাজিক স্বার্থ। দেশের ও জনগণের স্বার্থ।
রাজনীতি থেকে দুর্নীতি দূর করা গেলে খুব সহজেই দেশের উন্নয়ন সম্ভব।
রাজনীতিতে মানবকল্যাণ, দেশের স্বার্থ, ও শিক্ষিত সমাজকে অগ্রাধিকার দিতে হবে। যাহারা দেশ প্রেমিক।
ব্যক্তি স্বার্থ প্রমাণের জন্য করা রাজনীতি সবসময়ই বিপদজনক। সামাজিক স্বার্থই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত। ভালো রাজনীতির মাধ্যমেই দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী করা যায়।
নতুন চিন্তা রাজনীতির নতুন দিশা নির্ধারণ করে। কেউ কেউ রাজনীতিকে শুধু লাভের ব্যবসা বলে মনে করেন।৷ রাজনৈতিক ব্যবসা বানিজ্যর জন্য নয়।
যে শিক্ষিত, যে চরিত্রবান এবং যে ব্যক্তি সমাজের জন্য ভালো কাজ করেছে, সে নেতা হওয়ার যোগ্য।
বাকী রা না।রাজনীতিতে একজন নেতাকে তার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। ভুল উদ্দেশ্য নিয়ে করা রাজনীতি বেশী দিন স্থায়ী হয় না।