এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর বাজারে অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকানে ও চটিপাড়া এলাকায় ভাই ভাই বেকারিতে অভিযান চালিয়ে দুই দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর বাজারে গ্যাস সিলিন্ডার দোকান মালিক শাহ আলমকে ৫ হাজার টাকা ও চটিপাড়ার ভাই ভাই বেকারির মালিক ইসলাম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুনঃ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন ও মাইলস্টোনের নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন বলেন, দীর্ঘদিন ধরে নুরপুর বাজারে গ্যাস সিলিন্ডার দোকান মালিক শাহ আলম অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছে।
গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশের লাইসেন্স না নিয়ে মজুদ ও যথাযথ আইনানুগভাবে গ্যাস সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরণ না করার অপরাধে তার প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির বিভিন্ন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করায় বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে নাসিরনগর থানার পুলিশের একটি টীম অভিযানে সহযোগিতা করেন।