মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
২০২৪ এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখা।
আজ ২৩ জুলাই বুধবার বিকেলে নেত্রকোনা সদরের মালনী রোড সাবিলুস সালাম মাদরাসায় এই দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মাদ মাহমুদ হাসান।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি এবং জেলা জমিয়তের সভাপতি মুফতী মো: তাহের কাসেমী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য, ও নেত্রকোনা জেলা জমিয়তের সাধারণ
আরও পড়ুনঃ ছাতকের গোবিন্দগঞ্জস্থ্য ব্রিজ একাডেমি’র আন্তর্জাতিক সাফল্য
সম্পাদক মাওলানা মফিজুর রহমান, নেত্রকোনা জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইউনুস আহমদ, সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম, সহ-সভাপতি আব্দুল হাদী ফারজী বাশার, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য এবং জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
সেক্রেটারী দিলোয়ার সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক সিদ্দিকী, নেত্রকোনা জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা মুফাজ্জল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবী, নেত্রকোনা পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউছার আহমদ সহ নেত্রকোনা জেলা জমিয়ত, যুব জমিয়ত ও
ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। কুরআন তেলাওয়াত করেন ইব্রাহিম খলিল আজিজী।
সভায় নেতৃবৃন্দ ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং সঠিক তদন্তের দাবি জানান।পরিশেষে, জুলাই বিপ্লবের শহীদ এবং বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভায় আগামী ২৫ জুলাই, শুক্রবার, সারাদেশে জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ,নেত্রকোনা জেলায়ও বিক্ষোভ সফলের আহবান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি তাহের কাসেমী বলেন, জুলাইবিপ্লবের চেতনা বিরুধী কোন কাজ জনগন মেনে নিবেনা। তিনি সরকারকে সতর্কতা অবলম্বন করে চলার আহবান জানান।