কবিরহাট (নোয়াখালী)ঃ
বন্যা-পরবর্তী দুর্ভোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মাতৃভূমি দল (বিএমএলপি)। সোমবার দুপুরে কবিরহাট উপজেলার বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে দলটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক হাজী হালিম রাজ। তিনি নিজ হাতে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং দুর্গত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও শুকনো খাবার।
হাজী হালিম রাজ বলেন,
“ত্রাণ নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ যখন বিপদে পড়ে, তখন দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ মাতৃভূমি দল বিশ্বাস করে, দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সবচেয়ে দুর্বল ও দুর্দশাগ্রস্ত মানুষের কণ্ঠকে গুরুত্ব দেওয়া হবে।”
আরও পড়ুনঃ গাবতলীতে বিএনপির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা। তারা বন্যাকবলিত এলাকায় গিয়ে ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেন।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়। স্থানীয় মানুষ ব্যাপক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
বাংলাদেশ মাতৃভূমি দলের পক্ষ থেকে জানানো হয়, বন্যার্তদের সহায়তায় পর্যায়ক্রমে আরও কিছু অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।