স ম জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধি :
নওগাঁ জেলার ধামইরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আইনজীবী ও সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আইয়ুব হোসেন (৬৫), পিতা মৃত নজিমুদ্দীন মন্ডল, সা- উত্তর চকযদু, ৫ নং পৌর ওয়ার্ড , থানা: ধামইরহাট, জেলা: নওগাঁয় তার গ্রামের কতিপয় দুষ্কৃতকারী অপরাধীরা হামলা ও ভাঙচুর করেন বলে অভিযোগ করে।
তার বাড়িতে হামলার ঘটনায় থানায় এই মর্মে সাধারন ডায়েরীরও আবেদন করেন তিনি। অভিযোগ ওঠেছে গত ৬ জুন সন্ধা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় স্হানীয় বিএনপি ও জামায়াতের সমর্থক অজ্ঞাতনামা ১০/১২ জন লোক অতর্কিতভাবে তার বাসায় হামলা করে ভাঙ্গচুর, মালামালের ক্ষতি সাধন, লুটতারাজ করে।
আরও পড়ুনঃ ভূয়া খতিয়ান বাতিল করে সরকারি সম্পত্তি রক্ষা করলো আগ্রাবাদ ভূমি অফিস
এতে তারা আনুমানিক ৩৫,০০,০০০/- ( পঁয়ত্রিশ লক্ষ) টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। অভিযোগে সাক্ষী ১। মোঃ আবুল খায়ের পিতা- মৃত মোজাম্মেল হক, সাং দক্ষিন চকযদু, ২। মোঃ হায়দার আলী পিতা- মৃত হবিবর রহমান, সাং উত্তর চকযদু থানাঃ ধামইরহাট , জেলা : নওগাঁ সহ স্হানীয়রা ঘটনা দেখেছেন ও জানেন।
অজ্ঞাতনামা লোকজন তার বাড়ী থেকে যাওয়ার সময় পরবর্তীতে মোঃ আইয়ুব হোসেনের একমাত্র সন্তান আরিয়ান রাগিবসহ তাকে প্রাননাশের হুমকি ধামকি প্রর্দশন করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী আইয়ুব।
বিষয়টি সাধারন ডায়েরীভুক্ত করতে ধামইরহাট থানায় আবেদন করলেও পুলিশের কোন সহায়তা পাইনি বলে জানান তিনি। ভুক্তভোগী আইয়ুব জানান, তার পরিবারের সবাই হামলায় অনেক ক্ষতিগ্রস্হ হল যা বর্ণনাতীত।
তিনি তার পেশাগত দায়িত্বে ঘরের বাইরে থাকায় পুরুষ শুন্য পাওয়ায় ঘরের ভিতরে প্রবেশ করে বিএনপি জামাতের দুস্কৃতিকারীরা হামলা চালিয় ভাঙচুর, লুটপাট করে এবং মালামাল নিয়ে চলে যায়। তিনি বলেন, তার অনেক ক্ষতি হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তিনি।