এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ
ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত এখন মাদকের সরলাব।প্রতিটি ইউনিয়নেরই চলছে মাদকের রমরমা ব্যবসা।নাসিরনগরে মাদকের মধ্যে রয়েছে গাঁজা, ফেনসিডিল, হিরোইন, ও বাংলা চোলাই মদ,সরেজমিনে ১৩ টি ইউনিয়নে ঘুরে জানা গেছে।
নাসিরনগরে সব চেয়ে বেশি মাদক নিয়ে খেলা হচ্ছে ধরমন্ডল,হরিপুর, গুনিয়াউক,গোকন, গোয়ালনগর,চাতলপাড়,সদর ও পাশ্ববর্তী ইউনিয়ন গুলোতেও তুলনা মৃলকভাবে মাদকের ছড়াছড়ি কম নয়।এ সমস্ত মাদকের যায়া পড়েছে এলাকায় শিক্ষিত বেকার, তরুন আর যুব সমাজ ও কোন অংশে কম নয়।
মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে অনেকেই আবার জড়িয়ে পড়ছে চুরি, চিনতাই,ডাকাতির মত বিভিন্ন অপরামৃলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে অভিভাবক রা এখন উদ্বিগ্ন।কিছু কিছু ভদ্রবেশী উঠতি বয়সি ইয়াবা ব্যবসায়ীরা শাট,প্যান্ট পড়ে ১/২শত ইয়াবা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ঘুরে ঘুরে বিক্রি করছে মরণনেশা ইয়াবা।
আরও পড়ুনঃ ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, কর্তৃক পৃথক অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ০২ আসামী গ্রেফতার
কিন্তু তাদের দেখে কেউ বিশ্বাস ও করতে পারবে না তারা এই মরন নেশা মাদকের ব্যবসা করে যাচ্ছে। আবার কেউ কেউ বড় বড় মাদকের চালান পাচার করছে। ৫ আগস্ট এর পর থেকে থানার পুলিশের নিকৃষ্টতার সুযোগে মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ব অনেকাংশ বেড়ে গেছে বলে বিভিন্ন সুএে জানা গেছে।
অনেকে আবার মাদকের টাকা যোগার করতে না সংগ্রহ করতে না পেড়ে পিতা,মাতা কে মারধর করতে শোনা যাচ্ছে। নাসিরনগর উপজেলা নিবাহী কমকর্তা ও নিবাহী ম্যাজিস্টেট ইতি মধ্যে বিভিন্ন এলাকায় থেকে বেশ কিছু মাদকাসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার কথা শুনা যাচ্ছে।
অল্প সংখ্যক ছোট ছোট মাদকসেবি দের অনেক সময় আইনের আওতায় আনতে পারলেও বড় বড় মাদক ব্যবসীও রাগব বোয়ালরা ধরা ছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে। প্রসাশন ও জনগন,নিবাচিত জন প্রতিনিধিরা এ বিষয়ে জরুরি ভাবে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মাদকের বড় ধরনের ক্ষতির সম্ভবনায় ধারণা করেন সচেতন মহল।
আরও পড়ুনঃ আমি ও আমরা আইন শৃংখলা বাহিনীর কাছ হতে আমরা জানতে চাই মানবাধিকার আমাদের কে কি শিক্ষা দিয়েছেন
উপজেলা মাদক প্রতিরোধের কি ভুমিকা রয়েছে জানতে চাইলে নাসিরনগর উপজেলা নিবাহী কমকর্তা শাহীন নাছরিন বলেন, আমরা এই বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মিটিং করছি,তথ্য পেলে সাথে সাথে ই পুলিশ সেনাবাহিনীর নিয়ে অপারেশন শুরু করব।
মাদক নিয়ে পুলিশ প্রসাশনের ভুমিকা কি? জানতে চাইলে নাসিরনগর থানার ওসি মোঃ আজহারুল ইসলাম বলেন, আমি প্রত্যেক বিট অফিসার দের বলেছি প্রত্যেক এলাকা ভিওিক তালিকা করে অপারেশন পরিচালনা করার জন্য।