রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
বীরগঞ্জে শনিবার (১৯)জুলাই) সকাল ১১টায় বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৮৪,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বীরগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ।
আরও পড়ুনঃহত দরিদ্র প্রতিবন্ধীদের হুইল চেয়ার উপহার
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ূন আহমেদ, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ,
৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরল ইসলাম (মাস্টার) ইউপি মেম্বার সেলিম ইসলাম সকল সদস্য ও ছাত্র সমাজ ছাত্র-ছাত্রী ও স্থানীয় প্রতিনিধি।