মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১লা জুলাই থেকে শুরু হওয়া “দেশ গঠনে জুলাই পদযাত্রা’র” অংশ হিসেবে, – গোপালগঞ্জে পদযাত্রা ও সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আরও পড়ুনঃ *মায়েদার নিদর্শন: ঈসা (আ.)-এর দো‘য়া, শিষ্যদের পরীক্ষা এবং আমাদের শিক্ষা*
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য আশরাফুল, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কোবিরসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।