মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ
লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মুসলিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের সামনে মঙ্গলবার ১৫ জুলাই বিকেলে আব্দুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ জুলাই পূর্ব পরিকল্পিতভাবে আব্দুর রহমানকে হত্যার প্রতিবাদে খুনি সোহেল, রিয়াদ ও জাহেদকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।
আরও পড়ুনঃ *কুরআনে “খলিফা”: আধুনিক রাষ্ট্রনীতি, পরিবেশনীতি ও মানবাধিকার প্রেক্ষাপটে বিশ্লেষণ*
আজ বিকাল ৪টায় মৃত আব্দুর রহমানের জানাজার নামাজ শেষে মুসলিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ ও মহল্লা কমিটির সভাপতি আবু তাহেরের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। এতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক হযরত আলী ও ক্যাশিয়ার মিলন হোসেনও।মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কিল্লাখোলা বাজারে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শেষ হয়।