এম এ রউফঃ
বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আমাদের গভীর সম্মান ও আস্থা আছে। আমরা জানি,আপনাদের অর্ধেকেরও বেশি এখনও নীতিবান ও দেশপ্রেমিক।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, কিছু অসৎ কর্মকর্তা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। আপনারা যারা সৎ আছেন, আমাদের মতো। আপনাদের নীরবতা দুর্নীতিকে টিকিয়ে রাখছে।
আপনি যদি কথা বলতে না পারেন, তাহলে অন্তত পরিচয় গোপন রেখে দুর্নীতির তথ্য দিন দুর্নীতি দমন কমিশন,র্যাব, সেনাবাহিনী বা বিশ্বাসযোগ্য সাংবাদিকদের কাছে।
মনে রাখবেন সাংবাদিক হচ্ছে দেশকে ঠিক রাখার কারিগর।
আপনাদের সাহসী তথ্যই হতে পারে দেশের পরিবর্তনের চাবিকাঠি।মনে রাখবেন,সত্য বলার জন্য সবসময় মাইক দরকার হয় না,কখনো কখনো নীরব প্রতিবাদই সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
আরও পড়ুনঃ মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার
আজ যদি আপনি চুপ থাকেন, আগামী প্রজন্মও দুর্নীতির ছায়ায় বেড়ে উঠবে। আপনার একটি সুন্দর সিদ্ধান্ত হতে পারে দেশের ভবিষ্যৎ। আমি বার বার বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দেশপ্রেমিক আপনাদের পক্ষে থাকবো।
যদি দেশকে ভালোবাসেন সত্যিকার অর্থে তাহলে চুপ থাকবেন না।সততা শুধু নীতিতে নয়,পদক্ষেপে প্রমাণ করুন।এখনই সময়।সাহস দেখান,প্রতিবাদ করুন।দুর্নীতির বিরুদ্ধে,সততার পক্ষে,বাংলাদেশ আমার গর্ব,আপনাদের গর্ব।
আন্তর্জাতিক কমিটি থেকে বলেছি আমরা আছি লক্ষ ভাই বোন ভয় করার কি নেই।