শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনকারীদের গণপিটুনি মাদক বহনকারী তিনটি হোন্ডা আটক

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে মাদক সেবনকারীদের গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদকের কাজে ব্যবহারিত তিনটি হোন্ডা আটক করে নিয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময় কয়েকজন যুবক নেশা করে বেপরোয়া ভাবে রেকমত আলী স্কুলের সামনে দিয়ে বার বার হোন্ডা চালাচ্ছিল। এতে করে কয়েকজন পথচারীদের উপর হোন্ডার সাথে ধাক্কা লেগে আহত হয়। এলাকাবাসী হোন্ডা চালকদের আটক করে দেখতে পায় তারা সবাই নেশাগ্রস্থ। পরে কথা কাটাকাটি এক পর্যায়ে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। মোটর সাইকেল রেখে নেশাখোর হোন্ডা চালকরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। আবার দুই ঘন্টা পরে মোটর সাইকেল উদ্ধার করতে নেশাখোর ব্যক্তিরা প্রায় ২শতাধিক যুবক নিয়ে মিজমিজি রেকমত আলী স্কুলের সামনে আসলে পুলিশকে দেখে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে নেশাগ্রস্থ এক যুবককে আটক করে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন যুবক জানায়, হিরাঝিল এলাকায় রোকসানা ছেলের মোসলমানীর একটি অনুষ্ঠানে দাওয়াতে এসে উক্ত যুবকরা নেশায় আসক্ত হয় এবং অনুষ্ঠানের জন্য মাদকদ্রব্য হোন্ডার মাধ্যমে বিয়ার আনার সময় তারা হুরা করে আসতে গিয়ে পথচারীর উপর এ দুর্ঘনার ঘটনা ঘটে। হোন্ডাগুলোর কোন ধরনের কাগজপত্র নাই। মাদক ব্যবহারিত এবং আটককৃত হোন্ডাগুলো নাম্বার হলো, ওয়ালটন যার নং ঢাকা মেট্রো ল-২৪-৫৯২৯, সিনিয়র জুটিশিয়াল ম্যাজিটেষ্ট্র কুমিল্লা ২ জানুয়ারী ২০১৮ইং তারিখের অকসনকৃত ওয়ালটন স্মারক-নং ৫৩৮, ইয়ামাহা ঢাকা মেট্রো ল-২৩-৮৯৪৪। পরে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এসআই রফিক ঘটনাস্থলে এসে মাদক বহনকারী তিনটি হোন্ডা উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন।


এই বিভাগের আরও খবর