রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনকারীদের গণপিটুনি মাদক বহনকারী তিনটি হোন্ডা আটক

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে মাদক সেবনকারীদের গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদকের কাজে ব্যবহারিত তিনটি হোন্ডা আটক করে নিয়ে গেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময় কয়েকজন যুবক নেশা করে বেপরোয়া ভাবে রেকমত আলী স্কুলের সামনে দিয়ে বার বার হোন্ডা চালাচ্ছিল। এতে করে কয়েকজন পথচারীদের উপর হোন্ডার সাথে ধাক্কা লেগে আহত হয়। এলাকাবাসী হোন্ডা চালকদের আটক করে দেখতে পায় তারা সবাই নেশাগ্রস্থ। পরে কথা কাটাকাটি এক পর্যায়ে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। মোটর সাইকেল রেখে নেশাখোর হোন্ডা চালকরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। আবার দুই ঘন্টা পরে মোটর সাইকেল উদ্ধার করতে নেশাখোর ব্যক্তিরা প্রায় ২শতাধিক যুবক নিয়ে মিজমিজি রেকমত আলী স্কুলের সামনে আসলে পুলিশকে দেখে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে নেশাগ্রস্থ এক যুবককে আটক করে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন যুবক জানায়, হিরাঝিল এলাকায় রোকসানা ছেলের মোসলমানীর একটি অনুষ্ঠানে দাওয়াতে এসে উক্ত যুবকরা নেশায় আসক্ত হয় এবং অনুষ্ঠানের জন্য মাদকদ্রব্য হোন্ডার মাধ্যমে বিয়ার আনার সময় তারা হুরা করে আসতে গিয়ে পথচারীর উপর এ দুর্ঘনার ঘটনা ঘটে। হোন্ডাগুলোর কোন ধরনের কাগজপত্র নাই। মাদক ব্যবহারিত এবং আটককৃত হোন্ডাগুলো নাম্বার হলো, ওয়ালটন যার নং ঢাকা মেট্রো ল-২৪-৫৯২৯, সিনিয়র জুটিশিয়াল ম্যাজিটেষ্ট্র কুমিল্লা ২ জানুয়ারী ২০১৮ইং তারিখের অকসনকৃত ওয়ালটন স্মারক-নং ৫৩৮, ইয়ামাহা ঢাকা মেট্রো ল-২৩-৮৯৪৪। পরে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এসআই রফিক ঘটনাস্থলে এসে মাদক বহনকারী তিনটি হোন্ডা উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন।


এই বিভাগের আরও খবর