স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে ৩ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল গতকাল ১০ মহররম, ৬ জুলাই সম্পন্ন হয়েছে। মাহফিলে প্রত্যহ ছদারত ও মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত
হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। মাহফিলে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.) ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ মুনিরুল ইসলাম। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন বিশিষ্ট আলেম-এ দ্বীন ও ফকিহ হযরতুল আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী (ম.)।
মাহফিলে বক্তারা বলেন, “ঐতিহাসিক কারাবালার শাহাদতের মাধ্যমে ইমাম হোসাইন (রা.) প্রমাণ করে গেলেন সত্য-মিথ্যা, ন্যায় ও অন্যায়, হক ও বাতিল কখনো এক হতে পারে না। সত্যের বিষয়ে কোনো ছাড় নয়, প্রয়োজনে জীবন উৎসর্গ করতে হবে।
এ শাহাদতের মাধ্যমে তিনি সব সত্য সন্ধানি মানুষকে শিখিয়ে গেলেন অসত্যের কাছে, জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না। প্রয়োজনে জীবন দিবে, তারপরও অন্যায়ের কাছে মাথা নত করবে না।” মাহফিলে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন মারুফ।
এতে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের নেতৃবৃন্দসহ দরবারের ভক্ত মুরিদানগন উপস্থিত ছিলেন।