বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫জুলাই) বিকেলে ধনবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধনবাড়ী উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ বর্ধিত সভা উদ্বোধন করা হয়।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শামসুজ্জান সুরুজ।
আরও পড়ুনঃ আশুরা ও কারবালার ঘটনা, চাপা পড়া প্রকৃত ইতিহাস ও বিভ্রান্তি নিরসন!
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস.এম. এ সোবহান সহ ধনবাড়ী ও মধুপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।