ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ থেকে হালুয়াঘাট, শেরপুর, ধোবাউড়া—তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, চিকিৎসা কিংবা শিক্ষা—সব কিছুর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে। অথচ—আজও এই রুটে নেই কোনো ট্রেন। না আছে রেললাইন, না আছে ট্রেন—শুধু আছে দীর্ঘশ্বাস, অভিমান আর অগণিত মানুষের নিরব কান্না।
স্বাধীনতা এসেছে, প্রযুক্তি এসেছে, মেট্রোরেল ছুটছে রাজধানীতে, কিন্তু এই রুটে একটিবারও ট্রেনের হুইসেল শুনিনি। ছোটবেলায় স্বপ্ন ছিল ট্রেন চড়ব, জানালার পাশে বসে গ্রাম দেখব, কিন্তু এখন বুঝি—এই স্বপ্ন আমাদের জন্য না।
আমরা কি এই দেশের মানুষ না? আমাদের ভাগ্যে কেন এই অবহেলা? ময়মনসিংহ থেকে শেরপুর-হালুয়াঘাট পর্যন্ত তিন তিনটি প্রধান সড়ক থাকলেও নেই কোনো রেলপথ। কেন?
আরও পড়ুনঃ শম্ভুগঞ্জ-পরানগঞ্জ মেইন রোডের ‘কালা কুড়ে পার’ এলাকায় মরণফাঁদ
আমরা কোনো বিলাসিতা চাই না—চাই কেবল একটি ট্রেন। একটা ছোট্ট লাইনের ব্যবস্থা হোক, যেন আমাদেরও চলার সুযোগ হয়, আমাদের সন্তানরাও ট্রেন চেনে।
এই অঞ্চলের মানুষ হৃদয়বিদারকভাবে আবেদন জানাচ্ছে—দয়া করে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট ও শেরপুর পর্যন্ত একটি ট্রেন চালুর ব্যবস্থা করুন। আমরা আর বঞ্চনার গ্লানি নিয়ে বাঁচতে চাই না। আমরা চাই অন্তত একবার ট্রেনের আওয়াজে বুক ভরে নিশ্বাস নিতে।
এটাই আমাদের দীর্ঘদিনের দাবি—একটি ট্রেন, একটি রেলপথ, একটি স্বপ্ন।