স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আহলে বাইতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ও গাউসিয়া হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদ্রাসার ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী গোপালঘাটা শাখার আয়োজনে আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন শুক্রবার বাদে মাগরিব হইতে ফটিকছড়ি গোপালঘাটা গাউসিয়া হক ভাণ্ডারী খানকা শরিফে অনুষ্ঠিত।
মাহফিলের প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরিফের সম্মানিত সাজ্জাদ্দানশীন পীরে তরিকত শাহাজাদা সৈয়দ শাহাদাৎ হোসাইন মির্জাপুরী, সংগঠনের সভাপতি শেখ মুহাম্মদ ইসমাইল এবং সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল আলমের যৌথ সঞ্চালনায় মাহফিলের সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব আবুল কালাম ভাণ্ডারী।
আরও পড়ুনঃ চট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলোচনা করেন মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন মাইজভাণ্ডারী, মাওলানা কামরুজ্জামান নেজামী, মাওলানা শফিউল আলম সাকিব, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হান্নান উদ্দীন রাসেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজগরী, ইউপি সদস্য জনাব ইফতেখার উদ্দিন মুরাদ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, আলী নেওয়াজ, জনাব মাষ্টার কবির আহমদ, শাহাজাদা মাষ্টার ইকবাল শাহ, হাজ্বী ইলিয়াস, জনাব আনিস উদ্দিন সোহেল, আয়ুব আলী, মাওলানা নাছির উদ্দীন জামি, আমির হোসেন, আলী হোসেন, ওসমান, হাফেজ মঈন উদ্দীন, নাছির উদ্দিন, তাজু উদ্দীন প্রমুখ।