এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঙ্গা – হাঙ্গামা প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৭ জুন) বিকালে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসেন, এতে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া।
আরও পড়ুনঃ লংগদুতে বিভিন্ন কাজ অবদানের জন্য দুই কীর্তি সন্তানকে সংবর্ধনা প্রদান”
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহম্মেদ (সবুজ), সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দীকি ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা জামাতের আমীর এনাম খা ও সেক্রেটার নুরুজ্জামান জাবেদ, নোয়াগাও ইউপির চেয়ারম্যান মনছুর আহাম্মেদ, পাকশিমুল ইউপির চেয়ারম্যান কাউছার হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি ওসমান খান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ।
উক্ত সভায় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইনকে সম্মানসূচক উত্তোরণ পড়িয়ে দেন প্রধান বক্তা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার।