স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ ২৬ জুন দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য ঐতিহ্যবাহী লোহাগড়া উপজেলার আওতাধীন সেন্টার কলেজ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি /সমমান পরীক্ষা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন লোহাগাড়া উপজেলা টিমের উদ্যোগে শৃঙ্খলা ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি করা হয়।
এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্টেট ও উপজেলা সহকারি কমিশনাল ভূমি নাজমুন লায়েল, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ছেতার উদ্দিন আহমেদ ,পুলিশ সদস্য সাইফুল ইসলাম মহোদয়,স্বাস্থ্য কমপ্লেক্স সহকারি
আরও পড়ুনঃ অবৈধভাবে পাচারকালে ১৩ জন পাচারকারীকে আটক
মাইনুউদ্দিন এবং লোহাগাড়া উপজেলা যুব সদস্য সাতজন-স্বরূপম দেবনাথ, আবতাহি বখতেয়ার,খালেদ হোসাইন ইমন, মিলি আক্তার ঝিনুক, সারিন জান্নাত, আনিকা তাবাচ্ছূম, তাছকিয়া সুলতানা সদস্যবৃন্দ প্রমুখ।