রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনমঃ
বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান! মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা  ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক! ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা – তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে ত্যাগী পরিক্ষীত কর্মীদের মূল্যায়ন করতে হবে ঈশ্বরদীতে ইজারাকৃত নৌ-চ‍্যানেল চার্জের থেকে ২৫% চাঁদা না পেয়ে গুলাগুলির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রলয় প্রতিশোধ- আসাদুজ্জামান খান মুকুল এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা

*দায়িত্বপ্রাপ্ত হওয়া মানে কি শাসন করা? না কি সেবা করা?*

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
*দায়িত্বপ্রাপ্ত হওয়া মানে কি শাসন করা? না কি সেবা করা?*

সাংবাদিক আনোয়ার হোসেনঃ

একবার হযরত আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) ঘরে বসে ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ ﷺ এর কণ্ঠে এক গভীর দোয়া শোনলেন। সেই দোয়া ছিল আমাদের জন্য, উম্মতের জন্য, বিশেষ করে তাদের জন্য, যাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে।

রাসূল ﷺ বললেন:

> “হে আল্লাহ! আমার উম্মতের কেউ যদি কোনো দ্বীনি বা দুনিয়াবী বিষয়ে দায়িত্ব পেয়ে লোকদের উপর কঠোরতা করে, আপনি তার উপর কঠোর হোন। আর যদি নম্রতা ও দয়ার সাথে দায়িত্ব পালন করে, আপনি তার প্রতি দয়া করুন।”
— (সহীহ মুসলিম)

 

আহ্! কী দোয়া! কী মহৎ এক শিক্ষা!
এই দোয়ার প্রতিটি শব্দ যেন হৃদয়ে আঘাত করে। মনে প্রশ্ন জাগে—আমি কি কারো উপর দায়িত্বপ্রাপ্ত? আমি কি সেই কষ্টদাতা, না কি সেবাদাতা?

*আসলে দায়িত্ব মানে কি?*

মানুষ ভাবে দায়িত্ব মানে সম্মান, মর্যাদা, প্রভাব, পদ-পদবী।
কিন্তু না!
দায়িত্ব মানে হলো অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়া।
দায়িত্ব মানে হলো মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করে পাশে দাঁড়ানো।
দায়িত্ব মানে তাদের মুখে হাসি ফোটানো, অন্তরে প্রশান্তি আনা।

রাসূল ﷺ নিজেই তো ছিলেন সবচেয়ে বড় নেতা, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে বেশি নম্র, দয়ালু, সহজ-সরল। কখনো কাউকে কষ্ট দেননি, বরং নিজে কষ্ট সহ্য করে উম্মতের সুখ নিশ্চিত করেছেন।

*আজ আমাদের অবস্থা কী?*

আজ অনেকেই দায়িত্ব পাওয়া মাত্র বদলে যায়।
আচরণে আসে অহংকার, কথায় আসে কঠোরতা, ব্যবহারে চলে আসে অবহেলা।
ছোট একটি দরখাস্ত, একটি সমাধান, একটি দেখা করার অনুরোধেও যেন জনগণের হৃদয় ক্ষত-বিক্ষত হয়।

আরও পড়ুনঃ ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা….

হে আমার ভাই, হে আমার বোন!
এই পৃথিবীর কোনো চেয়ার, কোনো টেবিল, কোনো দপ্তর চিরস্থায়ী নয়।
একদিন আমাদের চলে যেতে হবে।
তখন আল্লাহ জিজ্ঞেস করবেন—”মানুষদের কেমন ব্যবহার করেছিলে?”

*তাই আসুন, নিজের মাঝে পরিবর্তন আনি।*

আমরা যারা কোনো দায়িত্বে আছি—ছোট হোক বা বড়—
আসুন নম্র হই, দয়ালু হই, ভালোবাসা দিয়ে নেতৃত্ব দিই।
মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করি, যেন আখিরাতে আল্লাহ আমাদের ওপর দয়া করেন।

*শেষ কথাটি হৃদয়ে গেঁথে রাখি:*

> “তুমি যেমন করবে, আল্লাহও তোমার সঙ্গে তেমনই আচরণ করবেন।”

 

যদি তুমি কষ্ট দাও—আল্লাহও তোমাকে কষ্ট দিবেন।
আর যদি তুমি নম্র হও—আল্লাহও তোমার প্রতি নম্রতা দেখাবেন।

হে আল্লাহ! আমাদেরকে এমন নেতা বা দায়িত্বশীল বানাও, যাদের মাধ্যমে মানুষ স্বস্তি পায়।
আমাদের হৃদয়ে দয়া দাও, ব্যবহারে নম্রতা দাও,
আর আমাদের জন্য সহজ করে দাও আখিরাতের হিসাব।”

🤲🏼 آمين يا رب العالمين


এই বিভাগের আরও খবর