সাংবাদিক আনোয়ার হোসেনঃ
একবার হযরত আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) ঘরে বসে ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ ﷺ এর কণ্ঠে এক গভীর দোয়া শোনলেন। সেই দোয়া ছিল আমাদের জন্য, উম্মতের জন্য, বিশেষ করে তাদের জন্য, যাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে।
রাসূল ﷺ বললেন:
> "হে আল্লাহ! আমার উম্মতের কেউ যদি কোনো দ্বীনি বা দুনিয়াবী বিষয়ে দায়িত্ব পেয়ে লোকদের উপর কঠোরতা করে, আপনি তার উপর কঠোর হোন। আর যদি নম্রতা ও দয়ার সাথে দায়িত্ব পালন করে, আপনি তার প্রতি দয়া করুন।"
— (সহীহ মুসলিম)
আহ্! কী দোয়া! কী মহৎ এক শিক্ষা!
এই দোয়ার প্রতিটি শব্দ যেন হৃদয়ে আঘাত করে। মনে প্রশ্ন জাগে—আমি কি কারো উপর দায়িত্বপ্রাপ্ত? আমি কি সেই কষ্টদাতা, না কি সেবাদাতা?
*আসলে দায়িত্ব মানে কি?*
মানুষ ভাবে দায়িত্ব মানে সম্মান, মর্যাদা, প্রভাব, পদ-পদবী।
কিন্তু না!
দায়িত্ব মানে হলো অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়া।
দায়িত্ব মানে হলো মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করে পাশে দাঁড়ানো।
দায়িত্ব মানে তাদের মুখে হাসি ফোটানো, অন্তরে প্রশান্তি আনা।
রাসূল ﷺ নিজেই তো ছিলেন সবচেয়ে বড় নেতা, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে বেশি নম্র, দয়ালু, সহজ-সরল। কখনো কাউকে কষ্ট দেননি, বরং নিজে কষ্ট সহ্য করে উম্মতের সুখ নিশ্চিত করেছেন।
*আজ আমাদের অবস্থা কী?*
আজ অনেকেই দায়িত্ব পাওয়া মাত্র বদলে যায়।
আচরণে আসে অহংকার, কথায় আসে কঠোরতা, ব্যবহারে চলে আসে অবহেলা।
ছোট একটি দরখাস্ত, একটি সমাধান, একটি দেখা করার অনুরোধেও যেন জনগণের হৃদয় ক্ষত-বিক্ষত হয়।
আরও পড়ুনঃ ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা….
হে আমার ভাই, হে আমার বোন!
এই পৃথিবীর কোনো চেয়ার, কোনো টেবিল, কোনো দপ্তর চিরস্থায়ী নয়।
একদিন আমাদের চলে যেতে হবে।
তখন আল্লাহ জিজ্ঞেস করবেন—"মানুষদের কেমন ব্যবহার করেছিলে?"
*তাই আসুন, নিজের মাঝে পরিবর্তন আনি।*
আমরা যারা কোনো দায়িত্বে আছি—ছোট হোক বা বড়—
আসুন নম্র হই, দয়ালু হই, ভালোবাসা দিয়ে নেতৃত্ব দিই।
মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করি, যেন আখিরাতে আল্লাহ আমাদের ওপর দয়া করেন।
*শেষ কথাটি হৃদয়ে গেঁথে রাখি:*
> “তুমি যেমন করবে, আল্লাহও তোমার সঙ্গে তেমনই আচরণ করবেন।”
যদি তুমি কষ্ট দাও—আল্লাহও তোমাকে কষ্ট দিবেন।
আর যদি তুমি নম্র হও—আল্লাহও তোমার প্রতি নম্রতা দেখাবেন।
হে আল্লাহ! আমাদেরকে এমন নেতা বা দায়িত্বশীল বানাও, যাদের মাধ্যমে মানুষ স্বস্তি পায়।
আমাদের হৃদয়ে দয়া দাও, ব্যবহারে নম্রতা দাও,
আর আমাদের জন্য সহজ করে দাও আখিরাতের হিসাব।”
🤲🏼 آمين يا رب العالمين
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.