শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

রাজধানীর উত্তরাতে ১১ ও ১৩ নম্বর সেক্টরে রাজউকের ৩০টি প্লট বেদখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
রাজধানীর উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরে রাজউকের ৩০টি প্লট বেদখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা

বিশেষ প্রতিনিধিঃ

জমজম টাওয়ারের পাশেই গড়ে ওঠা টিনশেড মার্কেটে রয়েছে অন্তত ৩০০টি দোকান। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও রাজউকের কর্মকর্তাদের পকেটে যাচ্ছে এসব দোকানের মাসিক ভাড়া। রাজউক, স্থানীয় থানা পুলিশ ও অন্যান্য প্রশাসনের চোখে কাঠের চশমা।

শের ই গুল ঃ উত্তরায় বেদখলে রাজউকের ৩০ প্লট, চলছে রমরমা ব্যবসা। রাজধানীর উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩০টি প্লট বেদখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ মার্কেট। জমজম টাওয়ারের পাশেই গড়ে ওঠা টিনশেড মার্কেটে রয়েছে অন্তত ৩০০টি দোকান।

স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও রাজউকের কর্মকর্তাদের পকেটে যাচ্ছে এসব দোকানের মাসিক ভাড়া। জমজম টাওয়ারের পাশেই গড়ে ওঠা টিনশেড মার্কেটে রয়েছে অন্তত ৩০০টি দোকান। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও রাজউকের কর্মকর্তাদের পকেটে যাচ্ছে এসব দোকানের মাসিক ভাড়া।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিমের অভিযানে পাওয়া গেল এ ঘটনার সত্যতা। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) অভিযানের বিষয়টি প্রাণের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদক টিম প্লটগুলোর বর্তমান বরাদ্দ সংক্রান্ত তথ্য, বরাদ্দ গ্রহীতার নাম, মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা শেষে বিকেল চারটায় প্রধান কার্যালয় ফিরে আসে। তাদের প্রতিবেদন তৈরি কাজ চলমান রয়েছে।

দুদক জানায়, রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপথ সড়কের পাশে উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের আওতায় রাজউকের ৩২টি প্লটের বিভিন্ন অবৈধ দখল ও সরকারি জমিতে গড়ে তোলা মার্কেটের দোকান ভাড়া দিয়ে অবৈধ লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে গিয়ে দুদক টিম দেখতে পায়, উত্তরা আবাসিক এলাকার সোনারগাঁও জনপথ সড়কের উভয় পাশে ১৩ ও ১১ নম্বর সেক্টরে মোট ৩০টি প্লটের মধ্যে কয়েকটির কিস্তি পরিশোধের ব্যর্থতায় বরাদ্দ বাতিল হয়েছে। কয়েকটি বরাদ্দ দেওয়া হয়নি এবং কয়েকটির মালিকানা নিয়ে মামলা চলছে। কিছু প্লট খালি রয়েছে।

আরও পড়ুনঃ কালীগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও চারা গাছ বিতরণ

এসব প্লটে অবৈধ রেস্টুরেন্ট, দোকানপাট, ট্রাকস্ট্যান্ড, কাভার্ডভ্যান স্ট্যান্ড, রেন্ট-এ-কারের দোকান, অবৈধ ফার্নিচার মার্কেট গড়ে উঠেছে। ২০১৮-১৯ সালে রাজউক উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিনের মধ্যেই পুনরায় তা দখল করেন অবৈধ দখলদাররা। এ বিষয়ে রাজউক উত্তরা আঞ্চলিক অফিসের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-২) দুদক টিমকে জানান, রাজউকের সাধারণ সভায় এরূপ অবৈধ দখলকৃত প্লটসমূহ নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রয় করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম রাজউক অফিসে চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে জানা যায়, রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপথ সড়কের পাশেই রাজউকের ৩১ থেকে ৩২টি প্লট। এসব প্লটের কাগজে-কলমে মালিকানা এখনো সরকারি সংস্থাটির। তবে সেখানে গড়ে উঠেছে মার্কেট।

উত্তরা সোনারগাঁ জনপথ সড়কের দুপাশ ১১ ও ১৩ নম্বর সেক্টরের আওতায়। জমজম টাওয়ারের পর থেকে দুই পাশেই ফুটপাত সংলগ্ন রাজউকের জায়গায় টিনশেড মার্কেট গড়ে উঠেছে। এ মার্কেটে রয়েছে প্রায় ৩০০টি দোকান। এরমধ্যে ২৬০টি ফার্নিচারের দোকান। বাকিগুলোর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, গাড়ির গ্যারেজ, বেডিং তৈরির দোকানসহ কাঁচাবাজার। জমজম টাওয়ারের পাশ থেকে ময়লার মোড় পর্যন্ত প্রায় সাত-আটশ মিটার জায়গায় অবৈধভাবে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে।

এসব দোকান থেকে থেকে মাসিক ভাড়া উঠছে প্রায় অর্ধকোটি টাকা। ভাগ-বাটোয়ারাও হয় একাধিক পর্যায়ে। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা ও রাজউকের কর্মকর্তা পাচ্ছেন এ টাকার ভাগ। মাস শেষ না হতেই ভাগের টাকা পৌঁছে যায় তাদের কাছে। সরকারি জমি নিজেদের কবজায় রাখতে কিছু প্লটের ক্ষেত্রে ঠুকে রাখা হয়েছে নানা মামলা। প্লট রাজউকের হলেও ভাড়ার চুক্তি করেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। নিজেরাই বুঝিয়ে দেন দোকানদারদের।

রাজউকের প্লটের উপর স্থাপনা নির্মাণ, ভাড়া আদায় ও টাকার ভাগ-বাটোয়ারার বিষয়ে সমঝোতা চুক্তিপত্রও দেওয়া হয়েছে। গত কয়েক বছর আগে একবার রাজউক কর্তৃক উচ্ছেদের পর ৫ই আগস্টের পরবর্তী সময়ে নতুন করে মালিকানা বদল হয়ে অবৈধ ভাবে গড়ে উঠেছে আবার এই বিশাল অবৈধ ফার্নিচার মার্কেটের সাম্রাজ্য। স্থানীয় থানা পুলিশ ও অন্যান্য প্রশাসন এবং রাজউকের চোখে কাঠের চশমা। প্রতিদিন এই অবৈধ মার্কেটের সামনে দিয়ে এরা যাতায়াত করে। কিন্তু অদৃশ্য শক্তির ইশরায় তাদের নজরে পড়েনা অবৈধ স্থাপনা গুলো।


এই বিভাগের আরও খবর