শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

রাজবাড়ীর বাণীবহ বাজার তদারকিতে শিলা বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫
রাজবাড়ীর বাণীবহ বাজার তদারকিতে শিলা বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলা বাণীবহ বাজারে মঙ্গলবার ২৪ জুন ২০২৫ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক, সদর উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার বাণীবহ বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারী ও খাদ‌্যপণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০১ (এক) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা প্রশাসন রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সদর উপজেলা রাজবাড়ী ও পুলিশ লাইন্স রাজবাড়ী এর সদস‌্যবৃন্দ- এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন কর্মকর্তারা ।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ পণ‌্যের মোড়ক, যথাযথভাবে ব‌্যবহার ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ইত্যাদি অপরাধে,বাণীবহ বাজার ব্যবসাহী ও মেসার্স শিলা বেকারির সতর্কতামূলক ১০,০০০টাকা অর্থদণ্ড জরিমানা করা হয । অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজবাড়ী সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান ।

বাণীবহ বাজার ব্যবসায়ী সহ প্রত্যক্ষদর্শীরা জানান, মেসার্স শিলা বেকারির প্রোপাইটার খুশিদা বেগম, নামমাত্র থাকলেও বেকারী টি,দীর্ঘদিন যাবত পরিচালনা করেন সিরাজুল ইসলাম, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য রাখার অপরাধে পূর্বেও এই বেকারিতে অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করা হলেও সংশোধন হন নেই সিরাজুল ইসলাম ।

আরও পড়ুনঃ “আল্লামা ফরহাদাবাদী ছিলেন সুন্নীয়তের পরশপাথর” : চট্টগ্রাম প্রেসক্লাবে সেমিনারে বক্তারা

ঘনবসতি এই বাজারের মধ্যে একাধিক গ্যাস সিলিন্ডারের সহায়তায়,বেকারী পরিচালিত ২টি চুলা পরিচালনা করা হয়, প্লাস্টিকের পাইবের সাহায্যে দুইটি চুলায় ২০টির অধিক গ্যাস সিলিন্ডার সংযুক্ত করে বিস্কুট তৈরির চুলা পরিচালনা করা হয় । ব্যবসাহীদের দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে শত শত দোকানপাট ক্ষতির সম্মুখীন হতে পারে, তাতে করে কয়েক কোটি টাকার ক্ষতি হবে বলে বাণীবহ ব্যবসায়ীদের ধারণা ।

শিলা বেকারির পরিচালক সিরাজুল ইসলামকে,বাণীবহ ব্যবসায়ীরা একাধিকবার গ্যাস সিলিন্ডারের চুলা অন্যত্রায় সরিয়ে নেয়ার অনুরোধ করলেও কর্তৃপক্ষ পণ্যপাত করেন নাই বলে একাধিক ব্যবসাহীর অভিযোগ।
একাধিক অভিযোগের ভিত্তিতে সংবাদকর্মীরা সরোজমিনে সত্যতা যাচাইয়ের জন্য গিয়ে অনিয়ম দেখতে পেয়ে ফুটেজ সংগ্রহ করতে গেল, বেকারির পরিচালক সিরাজুল ইসলাম সংঘাতে জড়িয়ে পড়েন । একপর্যায়ে একাধিক সংবাদ কর্মীরা পিছু হোট্রে বাধ্য হয়, স্থানীয়দের দাবি অবৈধ ঝুঁকিপূর্ণ এই গ্যাস সিলিন্ডারের চুলা ঘনবসতি এই বাজার হইতে অন্যথায় অবস্থান করানোর দাবী

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী


এই বিভাগের আরও খবর