সাংবাদিক মোহাম্মদ আলমঃ
বন্ধু বল, বান্ধুবি বল, আমরা সবাই ৮৬ ব্যাচ। আমরা শুধু বন্ধু নই, আমরা একটা পরিবার। বাংলাদেশের মানুষ হয়ে আমরা ৮৬ ব্যাচ পারি অনেক কিছু—
ভালোবাসা, একতা, আর দেশের জন্য কিছু করে দেখানো আমাদের হাতেই সম্ভব। চলো সবাই মিলে এক হই, ৮৬ ব্যাচকে করি গর্বের প্রতীক!
৮৬ ব্যাচ – গর্ব, বন্ধন ও পরিবর্তনের প্রতীক! “আমরা ৮৬ ব্যাচ—আমরা একসাথে, আমরা শক্তি! বাংলাদেশের জন্য, সমাজের জন্য, আগামী প্রজন্মের জন্য চলো এক হয়ে কিছু করে দেখাই।”
আরও পড়ুনঃ বিএনপির চক্রবদ্ধ সিন্ডিকেটে জিম্মি সোনালী ব্যাংক,দলে ভিড়ছে আওয়ামী দোসর
বন্ধুরা হোক বা বান্ধবীরা—আমরা সবাই ৮৬ ব্যাচ। একই বেঞ্চে বসা সেই স্মৃতিগুলো আজও হৃদয়ে গেঁথে আছে। কালের পরিক্রমায় অনেক দূরে চলে এলেও, আজও আমরা এক।
৮৬ ব্যাচ মানেই ভালোবাসা, বন্ধন, আর দেশের জন্য কিছু করার স্বপ্ন। আমরা পারি, যদি আমরা এক হই।
চলো বন্ধু, একসাথে আবার জেগে উঠি। ৮৬ ব্যাচকে করি বাংলাদেশের জন্য একটি প্রেরণার নাম।”৮৬ ব্যাচ – বন্ধুত্বের শক্তি, দেশের গর্ব”