স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা -ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগের ২০২৫-২০২৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাহবুব আলম আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ফরহাদুল হাসান মোস্তফাকে সভাপতি ও লায়ন সাজ্জাদ হোসাইন টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে দায়িত্ব প্রাপ্তরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইঞ্জিনিয়ার মো. রহমত উল্লাহ (কার্য নির্বাহী সভাপতি), লায়ন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি), মো. আবদুল জব্বার (সহ-সভাপতি), লায়ন ইকবাল হোসেন নয়ন (সহ-সভাপতি), লায়ন মো. নুরুল আলম (সহ-সভাপতি), মোহাম্মদ মহিউদ্দিন (সহ-সভাপতি),
আরও পড়ুনঃ একটি সরল ব্যবচ্ছেদ, অর্থের স্থানান্তর
মো. মিজানুর রহমান মিজান (সহ-সভাপতি), অ্যাডভোকেট শাহাদাত হোসেন পিন্টু (সহ-সভাপতি), লায়ন জাতক বড়ুয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), লায়ন ইমাম হোসেন ইমন (সাংগঠনিক সচিব), মো. আকতার হোছাইন (সহ-সাংগঠনিক সচিব) ও অ্যাডভোকেট মো. জাহেদ হাসান (আইন বিষয়ক সচিব)।
প্রসঙ্গত, ২০০২ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-ভার্ড বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। এটি সরকার অনুমোদিত বৃহত্তর অলাভজনক, অরাজনৈতিক মানবাধিকার সংস্থা।