আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে মাদকবিরোধী একাধিক অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা এবং ১২টি তাজা গাঁজার গাছসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার ২৩ জুন ২০২৫ রাতে কোতোয়ালী থানাধীন ধোপাখোলা এলাকায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহরাব আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ জন মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রিয়াজ ওরফে নিজুম (২০), মোঃ মনির উদ্দিন ওরফে মনির (৩৬), মোঃ রবিন (২৮), সাগর সরকার (২৫), মোঃ কাউছার (২৪) ও মোঃ রফিকুল ইসলাম আশিক (২৫)।
একই দিনে ভালুকা উপজেলার মামারিশপুর বাজার এলাকা থেকে এসআই মোঃ আরিফ হাসান ৩০০ পিস ইয়াবাসহ মোঃ রাশেদুল ইসলাম (২০) কে গ্রেপ্তার করেন। অপরদিকে, কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে এসআই মোঃ ফারুক আহম্মেদ ১০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করেন।
আরও পড়ুনঃ বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
এছাড়া, মুক্তাগাছা উপজেলার পঞ্চনন্দবাড়ী এলাকা থেকে এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে চালানো আরেকটি অভিযানে ১২টি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মোঃ ফুল মামুদ (৩৮) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলা থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চলবে।