রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনমঃ
নির্বাচন নয় দেশের চলমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা জরুরী বগুড়া সদরে মাদকসহ যুবক গ্রেফতার শ্রীপুরে সম্মিলিত উদ্যোগে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান! মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা  ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক! ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা – তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে ত্যাগী পরিক্ষীত কর্মীদের মূল্যায়ন করতে হবে ঈশ্বরদীতে ইজারাকৃত নৌ-চ‍্যানেল চার্জের থেকে ২৫% চাঁদা না পেয়ে গুলাগুলির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রলয় প্রতিশোধ- আসাদুজ্জামান খান মুকুল এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা

ডিবি পুলিশের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেপ্তার ৮

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ডিবি পুলিশের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেপ্তার ৮

আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে মাদকবিরোধী একাধিক অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা এবং ১২টি তাজা গাঁজার গাছসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার ২৩ জুন ২০২৫ রাতে কোতোয়ালী থানাধীন ধোপাখোলা এলাকায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহরাব আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ জন মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রিয়াজ ওরফে নিজুম (২০), মোঃ মনির উদ্দিন ওরফে মনির (৩৬), মোঃ রবিন (২৮), সাগর সরকার (২৫), মোঃ কাউছার (২৪) ও মোঃ রফিকুল ইসলাম আশিক (২৫)।

একই দিনে ভালুকা উপজেলার মামারিশপুর বাজার এলাকা থেকে এসআই মোঃ আরিফ হাসান ৩০০ পিস ইয়াবাসহ মোঃ রাশেদুল ইসলাম (২০) কে গ্রেপ্তার করেন। অপরদিকে, কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে এসআই মোঃ ফারুক আহম্মেদ ১০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করেন।

আরও পড়ুনঃ বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

এছাড়া, মুক্তাগাছা উপজেলার পঞ্চনন্দবাড়ী এলাকা থেকে এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে চালানো আরেকটি অভিযানে ১২টি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মোঃ ফুল মামুদ (৩৮) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলা থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চলবে।


এই বিভাগের আরও খবর