আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন,মধুপুরের ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন। এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী আ: হালিম, হাজেরা পারভীন মৌসুমি আক্তার প্রমুখ। অবস্হান কর্মসূচীতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী গন উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ চিলমারীতে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এসময় বক্তারা বলেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সরকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবী জানান।