আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী ফেরদৌসী (৩৯) ও বকুল মিয়া (৩৭) কে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। অভিযানে মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫০০ টাকা ও ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ জুন ২০২৫) বেলা ১১টার দিকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং তার তত্ত্বাবধানে রবিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজ। তারা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কোনাবাড়ী এলাকার সামালের মোড়ে নওশের আলীর অর্ধনির্মিত ভবনে হানা দিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করেন।
আরও পড়ুনঃ সম্মানিত জননেতা এম জাহাঙ্গীর কবির চৌধুরী
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮ (গ)/১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৩২, তারিখ ২৩.০৬.২০২৫ ইং)।
এ ঘটনায় এলাকাবাসী কুখ্যাত এই দুই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এবং ত্রিশাল থানার সুযোগ্য ওসি মনসুর আহাম্মদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।