ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মজিবর রহমান শেখের চিকিৎসাবিহীন অকালে ঝরে পড়ার কারণ এই জেলায় একটা আইসিইউ না থাকা।
তার ভাগ্নে, যে মামার প্রেরণায় আজ জাতীয় পর্যায়ের সাংবাদিক, দৈনিক কালবেলার বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগের মতে ম্যাসিভ হার্ট এটাক নিয়ে ২ দিন ধরে অচেতন থাকা অবস্থায় রংপুরের একটি ক্লিনিক ও মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে আইসিইউ তে নিতে বিলম্বই এ অকাল মৃত্যুর প্রধান কারণ।
আরও পড়ুনঃ কুতুপালংয়ে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
এ জেলার যে কোনো মানুষের হার্ট এটাক বা সিরিয়াস অসুস্থতা হলে আইসিইউ না থাকায় রংপুর মেডিক্যাল এ রেফার্ড করে থাকেন চিকিৎসকরা। আর সাংবাদিককে লিখতে হয়, “রামেক এ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে”।
যিনি এভাবে নিউজ লিখতেন, তিনি নিজেই আজ আলোচিত হলেন, এভাবে মৃত্যুবরণ করে। এ জেলায় আইসিইউ না থাকায় অনেক অকাল মৃত্যু ঘটলেও কোনো উদ্যোগ দেখা যাচ্ছেনা সেটা করার।