সাংবাদিক মোহাম্মদ আলমঃ
“নষ্ট মূল” — এই শব্দবন্ধটি আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে বহুল ব্যবহৃত একটি শব্দ। কিন্তু আসলে কারা এই “নষ্ট মূল”? শুধুই বিএনপি কিংবা আওয়ামী লীগ? — এমনটা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ এই ধারণাটি দৃষ্টিভঙ্গিভেদে ভিন্ন হতে পারে।
সাধারণভাবে অনেকে মনে করেন, রাজনৈতিক দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা — এই সবকিছুই “নষ্ট মূল”-এর অন্তর্ভুক্ত। পাশাপাশি কেউ কেউ রাজনৈতিক অস্থিরতা, অসহিষ্ণুতা, বাক-স্বাধীনতার অভাব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতিকে-ও এই তালিকায় ফেলেন।
আরও পড়ুনঃ জাতীয় সাংবাদিক সংস্থা শায়েস্তাগঞ্জ উপজেলার আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত
যদি আমরা ধরে নিই যে, “নষ্ট মূল” বলতে এ ধরনের অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডকেই বোঝানো হয়, তাহলে এটিকে শুধুমাত্র কোনো একটি দল বা ব্যক্তির উপর চাপানো অন্যায় হবে। কারণ এই দুর্বলতা ও অবক্ষয় রাজনৈতিক দল, আমলাতন্ত্র, ব্যবসায়ী গোষ্ঠী এমনকি সমাজের সাধারণ অংশের ভেতরেও বিদ্যমান।
সুতরাং, “নষ্ট মূল” একটি ব্যক্তি বা দলের নাম নয় — এটি একটি ব্যবস্থা ও মানসিকতার প্রতিচ্ছবি, যা ধ্বংস করছে গণতন্ত্র, মূল্যবোধ ও নাগরিক অধিকার।