নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল শুক্রুবার লালমাটিয়াস্থ মসজিদ সমাজ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে আলোচনা সভা হয় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুশিরে তরিকত অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ ( বিভাগীয় প্রধান, ইসলামি স্টাডিজ, জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজ, দাউদকান্দি,কুমিল্লা),
এম, আসমত আলী মিসু (সহঃ বার্তা সম্পাদক, দৈনিক বাংলার সাংবাদ ও উপ ব্যাবস্থাপনা পরিচালক, স্মার্ট বাজার লিঃ), মোঃ খাঞ্জাহান আলী শেখ ( শিক্ষক, মাদ্রাসাতুল কলম, লালমাটিয়া ), মোঃ আবুল হোসেন তুষার (কর্মকর্তা, ইসলামি ব্যাংক অব জাম্বিয়া) ও মোঃ জাহাঙ্গির হোসেন , সাংগঠনিক কর্মকর্তা, মসজিদ সমাজ বাংলাদেশ।
আরও পড়ুনঃ ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন
সভায় মুশিরে তরিকত অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ বলেন এখন থেকে প্রতি শুক্রুবার মাগরিব বাদ মসজিদ সমাজ বাংলাদেশ এ সাপ্তাহিক কুরআন ও সুন্নাহর উপরে কুরআন শিক্ষা কার্যক্রম চালু করা হবে। যেন সারাদেশব্যাপি ধীরে ধীরে ইসলামের আলোকে মসজিদ ভিত্তিক সমাজগঠন ও সমাজ ব্যাবস্থাপনা চলে।
তারই ধারাবাহিকতায় সবাইকে সঠিক ও সহি শুদ্ধ ভাবে কুরআন শিখতে হবে। কুরআনের আলোকে সবাইকে জীবন গঠন করতে হবে। এছাড়াও অন্যান্য দিনে আলেমগণ সন্ধ্যায় অফিসে এই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন।