শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্বপ্রকাশ

রিপোর্টার নাম
পাবলিশ: শনিবার, ২১ জুন, ২০২৫
বাংলাদেশ রিপাবলিক পার্টি'র আত্বপ্রকাশ

নুর ইসলাম নোবেল,স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ও ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে “সবার উপরে দেশ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (২০ জুন) বিকেল ৩.০০ ঘটিকার সময় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের নাম ঘোষণা করা হয়। দলের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা হলো, প্রধান উপদেষ্টা মোঃ সেলিম প্রধান। সভাপতি লেঃ করাঃ মোঃ মেহেদী হাসান (অবঃ) সিনিঃ সহ-সভাপতি সহ-সভাপতি সাঈদ আলী সিকদার ক্যাপ্টেন মাফিকুল ইসলাম (অবঃ) সহ-সভাপতি – লে: কর্নেল ইমরান (অবঃ) সহ-সভাপতি মোঃ আয়াজ আহমেদ সহ-সভাপতি এ্যাড, পো নাসিম উদ্দিন মোঃ বায়েজিদ।

সাধারণ সম্পাদক মেজর মো: রাজিবল হাসান (অবঃ) যুগ্ম সাধারণ সম্পাদক- লেঃ সাইঝাল্লাহ খান (অবঃ), যুগ্ম সাধারণ সম্পাদক – সাভ্যাদ হোসেন ইউনুস যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসানুল্লাহ। সাংগঠনিক সম্পাদক – মেজর রাকিবুল হাসান (অবঃ)
সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, সহ-সাংগাঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহিম রনি, সহ-সাংগঠনিক সম্পাদক- ইঞ্জিঃ কামরুল হাসান।

আইন বিষয়ক সম্পাদক এ্যাড: অলিদ আহমেদ।নারী ও শিশু বিষয়ক অসাদেক- আনিকা তাসনীম খান,সহ-সম্পাদক – মৌসুমী আত্মার- সুমি, শ্রম বিষায়ক সম্পাদক শাহাদাত হোসাইন, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক – ক্ষেরে শাহেদুল ইসলাম (অবঃ), সহ-সম্পাদক- সহঃ পরিচালক মো: জহিরুল কে অবঃ),দুর্ভোগ ও ত্রান বিষয়ক সম্পাদক-ইয়াসির আরাফাত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক-মনিরুল ইসলাম, সহ-সম্পাদক-মোছা: শারমিন আক্তার মুক্তা, শিক্ষা বিষয়ক সম্পাদক- মো: রাহুল আমিন,
স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক- ডাঃ সৌরভ চন্দ্র মজুমদার।

এ সময় লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) মেহেদী হাসান বলেন, বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠনের পেছনে রয়েছে সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের অনুপ্রেরণা। যেখানে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত হন। এবং আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন একটি সুবিচারভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে। কিন্তু আজ সেই বিপ্লবের চেতনা চরম হুমকির মুখে।

প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেন, ফ্যাসিবাদী শক্তি চোখ রাঙ্গাচ্ছে ও বিভিন্ন নামে বার বার ফিরে আসার চেষ্টা করছে। তিনি আরো বলেন, গত জুলাই অভ্যুত্থানে দেখেছি কিভাবে আবু সাঈদ, মীর মুগ্ধ ফাইয়াজরা ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছে ফ্যাসিস্টদের সকল হুমকি ও ভীতি। নিজেদের জীবনের পরোয়া না করে রাজপথে অকাতরে ঢেলে দিয়েছে বুকের তন্ত্ররক্ত। এভাবেই দিকে দিকে শহীদদের মৃত্যুকে আলিঙ্গন করার তীব্র ইচ্ছাশক্তির কাছে প্রথমে পরাজিত হয়।

আরও পড়ুনঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে সন্ত্রাসী মজনু-শিবলুর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রী আনিকা ডাসনিম খান বলেন, ‘ভয়’ আর সংক্রামক ব্যাধির মতো দিক দিগন্তে ছড়িয়ে পড়ে ‘সাহস’। সবশেষে পরাজিত হয় দানবীয় ফ্যাসিস্ট শক্তি, ব্যাপিত হয় নতুন বাংলাদেশের বীজ। পুরো জাতি ঐক্যবদ্ধ হয় একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নে।

দায়িত্বশীলদের দায়হীন আচরণ ও কর্মের কারণে জনমনে আবারও ফ্যাসিস্ট জামানার ভীতি স্পষ্ট। জন আকাঙ্ক্ষা আজ উপেক্ষিত ও হুমকির মুখে।এই প্রেক্ষাপটে আমরা কিছু দেশপ্রেমিক নাগরিক ন্যায্য অধিকার, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি) নামের একটি নতুল রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। যা হবে গণমানুষের দল এবং জন আকাঙ্খার প্রতিচ্ছবি।

আমরা সকল শ্রেণী-পেশার নাগরিকদের জুলাই অভ্যুত্থানের মন্ত্রে উজ্জীবিত হয়ে উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলে দলে-স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর