বিশেষ প্রতিনিধি :
খুলনা জেলার পাইকগাছা থানার এক নম্বর হরিঢালী ইউনিয়নের সোনাতনী কাটির একটি কার্পেটিং রাস্তা নির্মাণের অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। এ বিষয়ে লিখিত দরখাস্ত করে কোন ফল পাইনি ভুক্তভোগীরা।
এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশিত কার্পেটিং রাস্তা সরকারি পুকুর থেকে মীর পাড়া হয়ে নতুন বাজার পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণে নানাবিধ অনিয়ম করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
আরও পড়ুনঃ আলোকিত মানুষ হওয়ার জন্য সুফিদের জীবনদর্শন চর্চা করতে হবে- সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী
এলাকাবাসী জানায় রাস্তাটি নির্মাণের শুরু থেকেই সিডিউল অনুযায়ী কাজ করছে না ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বিষয়ে আমরা বারবার পাইকগাছার ইঞ্জিনার অফিস কর্তৃপক্ষ জানিও কোন লাভ হয়নি। বরং কিছু বললেই কাজ বন্ধ করে দিয়ে নানাবিধ পন্থা অবলম্বন করতে থাকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলাকাবাসী অভিযোগ করে বলেন রাস্তা তুই কাজে নিম্নমানের ইট, খোয়া ব্যবহার করা হয়েছে। রাস্তাটি চওড়া করার প্রয়োজন ছিল সেটাও করা হয়নি। সম্পূর্ন নিয়ম বলিভূতভাবে রাস্তাটি করা হচ্ছে। নাম না প্রকাশের শর্তে এক ভুক্তভোগী জানাই, রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারে আমি বাধা দৈই তখন কিছুদিন কাজ বন্ধ রেখে রাতের আঁধারে সেই ব্যবহার করেছে তারা।
এলাকার এক বিএনপি নেতা জানাই আমরা বারবার বলার শর্তে ও তারা আমলে নিচ্ছে না। এলাকাবাসীর দাবি যাতে উক্ত রাস্তাটি সরকারি বিধি-বিধান অনুযায়ী নির্মাণ সম্পন্ন হয় ।