সাংবাদিক মোহাম্মদ আলমঃ
যখনই বিএনপির কোনো প্রোগ্রাম হতো, তখন ছাত্রলীগ, যুবলীগ ও তথাকথিত “সোনার ছেলেরা” রাস্তায় বসে থাকত, বাধা দিত, হামলা চালাত।
বিএনপির নেতা-কর্মীদের ওপর যে নিপীড়ন চালানো হতো, তা আমরা সবাই দেখেছি। অনেকেই আহত হয়েছেন, মামলা খেয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক লামা রিসোর্ট মালিকদের তিন দিনে প্রশিক্ষণ কর্মশালা
আর আজ?
সেই সময়ের সেই ঘটনাগুলো কি ভুলে গেছে বিএনপি নেতাকর্মীরা?
আচরণে লজ্জার লেশমাত্র নেই! নিজেদের ওপর হওয়া অন্যায়ের কথাও যেন আর মনে নেই কারো।
ভুলে যাওয়া মানে আত্মসমর্পণ নয়! স্মৃতি হারালে আত্মপরিচয়ও হারায়।