শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

লামায় পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রে সেবা মিলেছে দীর্ঘ ছুটিতেও

রিপোর্টার নাম
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
লামায় পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রে সেবা মিলেছে দীর্ঘ ছুটিতেও

মোহাম্মদ করিম, বান্দরবান জেলা প্রতিনিধিঃ-

ঈদের দীর্ঘ ছুটিতেও বান্দরবান জেলার লামা উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্র ও চিউনি পাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সার্বক্ষণিক জরুরী স্বাস্থ্যসেবা অব্যাহত ছিল। ঈদের দিনেও হয়েছে নরমাল ডেলিভারী। গর্ভবতী মায়েদের সকল প্রকার স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

ছুটিকালীন সময়ে চিকিৎক সংকটসহ নানা কারণে যখন অন্যান্য প্রতিষ্ঠান গুলোতে সেবা কার্যক্রম শিথিল ছিল, এমনকি বেসরকারী ক্লিনিক গুলোও যথাযথ কার্যক্রম চালু ছিল না, তখনও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রগুলোতে বিনামূল্যে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, শিশু সেবা, কৈশোর কালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবাসহ জরুরী স্বাস্থ্য সেবা গ্রহনের ক্ষেত্রে বিনামূল্যে সেবা গ্রহীতাদের ভরসার স্থল হয়ে ওঠে লামা উপজেলার এ ২টি সেবা কেন্দ্র। সংকটকালে এমন জরুরী সেবা পেয়ে সেবা গ্রহীতারা সন্তোষ প্রকাশ করছেন।

লামা উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা অর্পা খিয়াং বলেন, গত ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারী ছুটিকালীন সময়ে ফাঁসিয়াখালী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে জরুরী সেবা প্রদান অব্যাহত রাখি। পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে ২ জন মায়ের নরমাল ডেলিভারি করি।

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী গ্রামের ফাতেমা বেগমের(২০) নরমাল ডেলিভারি হয় গত ৭জুন ঈদের দিন সকাল সাড়ে দশটার দিকে। তাঁর স্বজন ইকবাল জানান, আমাদের বাড়ি খুব দুর্গম পাহাড়ী এলাকায়। চাঁদ রাতে ফাতেমা বেগম যখন প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন, তখন স্থানীয় সরকারী ফাঁসিয়াখালী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে তাকে নিয়ে যাই। এখানের অর্পা খিয়াং আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন। ঈদের দিনও তিনি অতিযত্ন সহকারে নরমাল ডেলিভারী করিয়ে দেয়। মা ও শিশু উভয়ে সুস্থ আছে।

এদিকে কথা হয় ফাতেমা বেগমের সাথে। তিনি, বিনামূল্যে আন্তরিক সেবা পেয়ে সংশ্লিষ্ট সেবাদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুরূপ কৃতজ্ঞতা প্রকাশ করেন, এ সময়ে সেবা পাওয়া মুসলিমা বেগমও।

আরও পড়ুনঃ ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এর পরিদর্শিকা অর্পা খিয়াং বলেন, ঈদের ছুটির সময়ে দিন-রাত ২৪ ঘন্টা নরমাল ডেলিভেরি, গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী, স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা ও শিশুসেবা সহ সাধারণ রোগীদের বিনামূল্যে আন্তরিকতার সাথে আমরা সেবা প্রদানে যথাসাধ্য চেষ্টা করেছি। আমি ঈদের দিনে দুইজন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারী করেছি। এ ছাড়া গত ১ বছরে এ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ৪৮জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারী করেছি।

লামা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডাঃ বাপ্পী মার্মা বলেন, উপজেলার ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যান ইউনিয়ন সেবা সেন্টার রয়েছে। এর মধ্যে দরদরী ও ইয়াংছা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ সেবা নেই। সার্ব্বিক দিক-নির্দেশনায় আমাদের সকল কেন্দ্র গুলিতে সার্ব্বক্ষণিক স্বাস্থ্য সেবা অব্যাহত রাখা হয়।

এজন্য নিয়মিত মনিটরিং করা হয়।ভবিষ্যতে জনকল্যাণে এই সেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। আমাদের সেবা কার্যক্রমের মাঝে রয়েছে জনবল সংকট। শতভাগ জনবল থাকলে সেবার মান আরো বৃদ্ধি পাবে।


এই বিভাগের আরও খবর