ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় একজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বাদামতলী এলাকায় লরির ধাক্কায় জয়নাল আবেদীন (৬২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের কাটাছরা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালের দিকে জয়নাল আবেদীন বাদামতলী এলাকায় নার্সারীতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুনঃ ডুমুরিয়া উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ- পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় লরিটি সড়ক থেকে ছিটকে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। লরিটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”