গীতি গমন চন্দ্র রায় গীতিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার (১৮ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘরাধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় “জিংক ধান-১০২” শীর্ষক কৃষক মাঠ দিবস কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
তবে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান লিমা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির।
আরও পড়ুনঃ ইসরাইল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততায়, হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ অব্যাহত
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণঅধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিওর রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম,পিও মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা,জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশেষ আলোচনা করা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কৃষক উপস্থিত ছিলেন।