ডেস্ক রিপোর্টঃ
ইসরাইল ও ইরানের সংঘাতে মার্কিন সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরো গভীরভাবে জড়িয়ে পড়ছে বলে বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। তারা দাবি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন যেন এই সংঘাতে আর জড়িত না হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এর আগে, বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।
খুব সাধারণ দুটি শব্দ- নিঃশর্ত আত্মসমর্পণের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ।
তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন। তিনি একবার বলছেন, তিনি তা বলতে পারেন না। আবার বলছেন, তিনি করতেও পারেন, নাও করতে পারেন।
আরও পড়ুনঃ ইডেনের সেই ছাত্রীর সঙ্গে গায়ক নোবেলের বিয়ের নির্দেশ আদালতের
এদিকে হোয়াইট হাউজের সামনে অবস্থান নেয়া বিক্ষোভকারীরা বলছেন, তারা ইরানে ইসরাইলি বোমা হামলার বিরুদ্ধে। তারা ইসরাইলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত থাকার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। একইসাথে তারা ট্রাম্পকে এই যুদ্ধে সরাসরি জড়িত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী তিনটি রণতরী বহর মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান, এই বহরগুলো যেন কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে। হামলা না চালায়।