ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ জুন) সকালে তাঁদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি মাহবুব আলম জয়। এছাড়াও গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগ কর্মী নজরুল ইসলাম (৩৫), ছাত্রলীগ কর্মী পাভেল মিয়া, রিয়াদ সরকার (৩২), ইহসান উল হক জয় (২০), শাকিল আহম্মেদ (৩০) ও আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। সরকারবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিপন্ন করে রাষ্ট্রের ক্ষতিসাধন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিজ্ঞপ্তি
বুধবার সকালে নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত সাতজনসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
ওসি আনোয়ার হোসেন আরও জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ বলছে, সরকারবিরোধী কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। নিরাপত্তা রক্ষায় এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।