সাংবাদিক মোহাম্মদ আলমঃ
বাংলাদেশে অপরাধ ও দুর্নীতির অন্যতম কারণ হলো ঘুষ দিয়ে চাকরি পাওয়া। বিশেষ করে পুলিশ বা সরকারি দপ্তরে যাঁরা ঘুষ দিয়ে চাকরি পান, তাঁদের একটা বড় অংশ পরে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। কারণ, তাঁরা মনে করেন চাকরিতে ঢোকার জন্য যে টাকা দিয়েছেন, তা চাকরি থেকেই তুলে নিতে হবে। এই মানসিকতা থেকেই দুর্নীতি শুরু হয়।
অন্যদিকে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে স্বচ্ছ, কারণ সেখানে নিয়োগ প্রক্রিয়া অনেক বেশি কঠোর ও নিয়মতান্ত্রিক। এটা আমাদের দেখায়, যেখানে ঘুষ ছাড়া নিয়োগ হয়, সেখানে সেবার মানও ভালো হয়।
আরও পড়ুনঃ মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার
সব পুলিশ বা সরকারি কর্মকর্তা খারাপ নন, এটা সত্য। তবে দুর্নীতির মূল শেকড় ঘুষের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া—এটা আমরা অস্বীকার করতে পারি না।
তাই প্রয়োজন এখনই:
ঘুষমুক্ত নিয়োগ প্রক্রিয়া,
সৎ কর্মকর্তাদের উৎসাহ দেওয়া,
নিয়োগে স্বচ্ছতা আনা,
এবং দুর্নীতির বিরুদ্ধে জাতিগতভাবে একতাবদ্ধ হওয়া।
আমরা যদি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তাহলে এখনই আমাদের সচেতন হতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং সৎ মানুষদের পাশে দাঁড়াতে হবে।