ডেস্ক রিপোর্টঃ
ইরান ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।ইসরাইলি সেনাবাহিনী সোমবার এ বিষয়ে সতর্ক করে বলেছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
একইসঙ্গে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হুমকির বিরুদ্ধে কাজ করছে।খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুনঃ রাজবাড়ীর পাংশায় দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে
ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বার্তায় বলেছে, ‘কিছুক্ষণ আগে, ইরান থেকে ইসরাইলী ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। জনসাধারণকে একটি সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে।’