চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বিশিষ্ট নাগরিক, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নিবেদিতপ্রাণ, চট্টগ্রাম নাগরিক ফোরামের অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবী মঈনউদ্দীন মহসিন আজ ১৩ জুন শুক্রবার জুমার নামাজ আদায়রত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুনঃ প্রবাসী নাগরিকদের উদ্যোগে সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন
তাঁর এই আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরাম গভীরভাবে শোকাহত।
মঈনউদ্দীন মহসিন আজীবন নাগরিক অধিকার, ন্যায্যতা ও সমাজ সচেতনতা নিয়ে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন নাগরিক ফোরামের বিভিন্ন কার্যক্রমের সক্রিয় অংশীদার। যিনি সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এবং সংগঠনের আদর্শকে ধারণ করেছেন কর্ম ও মননে।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন এক শোকবার্তায় বলেন, “মঈনউদ্দীন মহসিন ছিলেন আমাদের সংগঠনের মূল্যবান ও সক্রিয় এক সদস্য। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”