বিশেষ প্রতিনিধিঃ
উত্তরা কামারপারা বিশ্ব ইজতেমার পশ্চিম পাশে গরু ছাগল এক বিশাল হাট। নিজস্ব প্রতিবেদক উত্তরা কামারপাড়া টঙ্গী ইজতেমার পশ্চিমপাশে এক বিশাল গরু ছাগলে বিশাল হাট।এই খানে দেশি উন্নত জাতের গরু ছাগল ও ভেড়া পাওয়া যায়।
এই খানে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা এটিএম বুথ ব্যবস্থা বেপরীদের থাকা খাওয়া ব্যবস্থা। পশুদের চিকিৎসা জন পশু ডাক্তার ব্যবস্থা। ইজারাদার আতিকুর রহমান দৈনিক বাংলা নিউজ টিভি সাক্ষাৎকারে বলেন আমাদের এইখানে সরকার নির্ধারিত শতকরা ৫% হারে হাসিল নেওয়া হচ্ছে।
আমাদের এইখানে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা। আমাদের কামারপাড়া উত্তরা বিশ্ব ইজতেমা পশ্চিম পাশে পশুর হাটে পশুদের জন্য মেডিকেল টিম ব্যবস্থা করা হয়।