রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

কে ছিলেন ড.মানযূর আহমাদ উয়েসী?

রিপোর্টার নাম
পাবলিশ: সোমবার, ২ জুন, ২০২৫
কে ছিলেন ড.মানযূর আহমাদ উয়েসী?

ডেস্ক রিপোর্টঃ

ড. আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমদ উয়েসী রিফায়ী (রহ.) ছিলেন একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, সুফি সাধক, গবেষক, লেখক ও সমাজসেবক। তাঁর জীবন ও কর্ম বাংলা ও বিশ্ব মুসলিম সমাজে সুন্নি আকিদা, তাসাউফ এবং শিক্ষা-সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

🧬 জন্ম ও পারিবারিক পটভূমি

ড. মানযূর আহমদ রিফায়ী (রহ.) ১৯৪২ সালের ২৮ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রহ.), একজন খ্যাতিমান সুফি সাধক। তাঁদের পূর্বপুরুষরা আরব দেশ থেকে দ্বীন প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে হিজরত করে চাঁদপুর জেলার মতলব উপজেলার ফরাজীকান্দী গ্রামে বসতি স্থাপন করেন ।

🎓 শিক্ষা ও ভাষাজ্ঞান

তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে মুমতাযুল মুহাদ্দিস ও মুমতাযুল ফুকাহা উপাধি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স (প্রথম শ্রেণিতে) সম্পন্ন করেন। এছাড়াও তিনি এল.এল.বি ডিগ্রি লাভ করেন এবং “ইমাম বাহাউদ্দীন নকশবন্দি ও নকশবন্দিয়া তরিকা” শীর্ষক উচ্চতর গবেষণামূলক থিসিস রচনা করেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষায় পারদর্শী ছিলেন ।

🕌 ধর্মীয় ও সামাজিক অবদান

১৯৬৪ সালে পিতার ইন্তেকালের পর তিনি ফরাজীকান্দী উয়েসীয়া শরীফের দায়িত্ব গ্রহণ করেন এবং ৪৮ বছর ধরে তা পরিচালনা করেন। তিনি ঢাকায় “শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ” প্রতিষ্ঠা করেন, যা ঢাকার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। তাঁর নেতৃত্বে বহু শিক্ষা প্রতিষ্ঠান, ইয়াতিমখানা, হেফজখানা, মসজিদ, মহিলা মাদ্রাসা, পাঠাগার, চিকিৎসা কেন্দ্র ইত্যাদি প্রতিষ্ঠিত হয় ।

📚 সাহিত্য ও গবেষণা

তিনি বাংলা ভাষায় নবীপ্রেমে নিবেদিত অসংখ্য ক্বাসিদা রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:

পরশ মনি

আশিক্বী ১ ও আশিক্বী ২ (দুই খণ্ড)

আধ্যাত্মিক বিজ্ঞান (ইলমে তাসাউফ বিষয়ক)

🕋 খিলাফত ও তরিকাগত সংযোগ

তিনি বিভিন্ন তরিকায় খিলাফতপ্রাপ্ত হন, যার মধ্যে রয়েছে:

★ক্বাদেরিয়া

★ চিশতিয়া

★ নক্শবন্দী

★ শাজুলিয়া

★ রিফায়িয়া

★ সাম্মানিয়া

★ তিযানিয়া

তিনি বাংলাদেশের রিফায়িয়া তরিকার প্রথম খলিফা হিসেবে পরিচিত ।

🌍 আন্তর্জাতিক সফর

তিনি প্রায় ১৩টি দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। ১৯৯৬ সালে আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী সম্মেলনে তিনি বাংলায় স্বরচিত ক্বাসিদা পাঠ করে বাংলা ভাষার মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরেন ।

🏅 সম্মাননা ও পুরস্কার

১৯৭৮ সালে কুমিল্লা ফাউন্ডেশন কর্তৃক “স্বর্ণপদক” লাভ

১৯৮১ সালে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর থেকে স্বীকৃতি

২০১৫ সালে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী ছাত্র সেনা কর্তৃক মরণোত্তর সম্মাননা ।

🕯️ ইন্তেকাল

২০১২ সালের ১ অক্টোবর (১৫ জিলক্বদ) মদিনা শরীফে তিনি ইন্তেকাল করেন। মসজিদে নববীতে জানাজা শেষে তাঁকে জান্নাতুল বাকীতে দাফন করা হয় ।

copy post


এই বিভাগের আরও খবর