ডেস্ক রিপোর্টঃ
উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনুয়ে রাজ্যে সপ্তাহান্তে দুটি পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জমি নিয়ে দীর্ঘদিনের সহিংস দ্বন্দ্ব ও প্রতিশোধমূলক হামলার জন্য পরিচিত এ অঞ্চলে নতুন করে রক্তপাত হলো।
এপিএফকে সোমবার বেনুয়ে রাজ্যের আপা স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান আদাম ওচেগা জানান, রবিবার আনকপালি এলাকায় এক হামলায় ১৪ জন নিহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘এখনো হুমকি রয়ে গেছে।
’ এই অঞ্চলে ফুলানি জাতিগোষ্ঠীর মুসলিম যাযাবর গবাদিপশু পালকদের সঙ্গে অধিকাংশ খ্রিস্টান কৃষকদের মধ্যে বহু বছর ধরে জমি ও সম্পদ নিয়ে সংঘর্ষ চলছে।
সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে বেনুয়ে রাজ্যে ৬ হাজার ৮৯৬ জন নিহত হয়েছেন।
এই রাজ্য নাইজেরিয়ার তথাকথিত মিডল বেল্ট অঞ্চলের অংশ, যেখানে ধর্মীয়ভাবে বিভক্ত সমাজে জমি সংক্রান্ত দ্বন্দ্ব প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হামলার খবর নিশ্চিত করলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।