কথা ছিল- কুলসুম বিবি
দেখতে গিয়ে হয়নি দেখা বলতে গিয়ে বলা
আটপৌরে করছ কেন এতো ছালাকলা।
কথা ছিল দিবে দেখা সূর্য উদয় কালে
অনুরাগে সুখের দোলা লাগে ছেঁড়া পালে।
সূর্য উঠে অস্ত গেল পাইনি তব দেখা
ওই আঁধারে ডুবে গেল আশার প্রদীপ রেখা।
চেয়েছিলাম বলবো যত মনের দুঃখ জ্বালা
খুব নিবিড়ে গেঁথে নিব বিনি সুতোয় মালা।
নীলাচলে আঁচল ফেলে মন গগনে ভাসে
স্বপ্ন পুড়ে অঙ্গার হলো সেই প্রহর না আসে।
আসি বলে গেলে উড়ে ওরে পরাণ পাখি
শূন্য খাঁচা দেখে দেখে সিক্ত দুটো আঁখি।
ঠিকানা
নাম – কুলসুম বিবি
আজিমপুর রোড,
ঢাকা -১২০৫
ঢাকা।