শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

শেষ বিকেলের চিঠি- আসাদুজ্জামান খান মুকুল

রিপোর্টার নাম
পাবলিশ: শনিবার, ৩১ মে, ২০২৫
শেষ বিকেলের চিঠি- আসাদুজ্জামান খান মুকুল

সাহিত্য প্রতিবেদকঃ

বসন্তের বইমেলা গুলো আমার কাছে নিছক কোনো উৎসব নয়– সেগুলো যেন আমার হৃদয়ে হয়ে উঠেছে স্মৃতির মিনার, যেখানে একবার এক অচেনা রূপক এসে বসেছিল নির্জন পৃষ্ঠায়।

ময়মনসিংহ শহরের বুকজুড়ে তখন বসন্তের বাতাস, হালকা রোদে শহরের গায়ে পড়ে একরকম সোনালি আবরণ।টাউনহলের পাশের মাঠে বিভাগীয় বইমেলা। শহরের লোকজন জানে বসন্ত এলেই এখানে একটা অন্যরকম সজীবতা তৈরি হয়। ভীড়, স্টল, পলাশ ফোটা গাছের নিচে দাঁড়িয়ে থাকা কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা আর মাঝেমধ্যে ভেসে আসা বাঁশি কিংবা রবীন্দ্রসংগীত।

তখন আমি তেমন কিছুই খুজছিলাম না, শুধু ছিলাম নিজের বইয়ের কাটতিটা দেখতে। একটা স্টলের এককোণে দাঁড়িয়ে থাকা মুহূর্তেই হঠাৎ চোখে পড়ল তাকে — অনিকা রূপক। সে দাঁড়িয়ে ছিল কবিতার বইয়ের তাকের সামনে, চোখে যেন এক তীব্র অনুসন্ধান। মনে হচ্ছিল সে যেন বইয়ের পাতায় হারানো সত্তাকে খুঁজছে।

আমি প্রথম তাকে দেখেছিলাম যে মুহূর্তে, সেই দৃশ্য এক অদ্ভুত ধীরগতির চিত্রপট হয়ে আমার মনে স্থির হয়ে আছে। তার পরনে ছিল সাদা-নীল সালোয়ার কামিজ এক হাতে একটা নোটবুক, অন্য হাতে একটা বই। হালকা বাতাসে চুল এলোমেলো হয়ে গিয়েছিল, তবু সে নির্বিকার।

সে এগিয়ে এসে প্রশ্ন করলো “এই বইয়ের লেখক কি আপনি?” আমি একটু দ্বিধা নিয়ে বললাম, ” জি, তবে সবগুলো না। ”
সে তাকালো আমার চোখে —
গভীরতা ও কৌতূহল ভরা দৃষ্টি।
“একটা বই উপহার দিতে পারবেন?”
আমি অবাক হলেও রাজি হয়ে গেলাম। হাত বাড়িয়ে উপহার দিলাম আমার একটি কবিতার বই ” শিশিরের কান্না ” সে বইয়ের শেষ পাতায় চোখ বুলিয়ে বলল “আমার একটা ছবি আছে।আপনি কি সেটা দেখে আমাকে নিয়ে একটা কবিতা লিখে দিবেন ?”
আমার মনে হলো এই মুহূর্তটাই যেন কোনো অপ্রকাশ্য কবিতার সূচনা।

সেই প্রথম, আমরা দুজন এক বইয়ের পাতায় মিলিত হয়েছিলাম– লেখক রূপক, বাস্তব ও কল্পনার মিশেলে।তার ছবি দেখে লিখেছিলাম এক প্রেমের কবিতা — ধীর, গভীর, নিঃশব্দ ভালোবাসায় পরিপূর্ণ; তার চোখের মতো!

সে ছিল আনন্দমোহন কলেজের ছাত্রী, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করা, তবু মনটা যেন সাহিত্যে দিয়ে তৈরি। প্রতিটি কথোপকথনে, সে যেন শব্দ নিয়ে ছবি আঁকতো। পরিচয়,তারপর সখ্যতার সূত্রে মাঝে মাঝে আমাদের দেখা হতো কখনো কলেজের সামনে, কখনো ব্রহ্মপুত্রের পুরনো ঘাটে,কখনো বইমেলার পেছনের ফাঁকা গলিতে।

কথা বলতে বলতে কখন যে, সম্ভোধন আপনি থেকে তুমি হয়ে ওঠেছিল বুঝতেই পারিনি। আলাপচারিতায় প্রায়ই সে বলতো –” জানো,আমি মাঝেমাঝে তোমার কবিতার পঙ্তিতে নিজেকে খুঁজে পাই। “তারপর থেমে গিয়ে বলতো, আবার ভীষণ ভয়ও পাই, যদি তুমি অন্য কাউকে নিয়ে এমন করে লেখো?

আমি বলতাম ” তোমার ভেতরে যে কবিতার উপাদান সেটার মত আর কেউ নেই।”সে স্মিত হাসিতে মেতে উঠতো।আমাদের সম্পর্ক ছিল অদ্ভুত,নামহীন,কিন্তু সুস্পষ্টভাবে আমরা কখনো ভালবাসি বলিনি সে বলেছিল,” তুমি যদি আমার প্রেমিক হয়ে যাও তাহলে হয়তো আমার ভেতরের কবিতাটা হারিয়ে যাবে।’

আমিও ভেবেছিলাম কিছু সম্পর্ক থাকে যেগুলো উচ্চারিত হলে ভেঙ্গে পড়ে, তাই আমরা নীরবতার মধ্যেই একটা গভীর সংলাপ জারি রেখেছিলাম। কবিতা লিখে পাঠাতাম,সে কখনো উত্তর দিতো, কখনো নীরব থাকতো।সেই নীরবতাতেই আমি আবিষ্কার করতাম তার অভ্যন্তরে ভালোবাসার স্বর।

এক বসন্তে সে জানাল, ” আমি সিলেট চলে যাচ্ছি।একটি এনজিও তে চাকরি হয়েছে। প্রথমে ছয় মাস। তারপরে স্থায়ী হতে পারে”।আমি শুধু বলেছিলাম “তুমি গেলে আমার শহরটা একটু ফাঁকা হয়ে যাবে।”

যাবার সময় সে আমাকে একটা খাতা দিয়েছিল।দিয়ে বলল “তুমি শুধু আমাকে নিয়ে কবিতা লিখবে এখানে। এমনভাবে, যেন আমি ফিরে এসে পড়তে পারি।” আমি বলেছিলাম, ” তোমাকে নিয়ে লেখাই হবে আমার সবচেয়ে দীর্ঘ কবিতা।আমি কখনো থামবোনা।”

তারপর দূরত্বের অধ্যায়।মেসেঞ্জারে কথা হতো কখনো খুব দীর্ঘ, কখনো দীর্ঘ নিরবতা,তবুও আমি লিখে যেতাম। একবার পাঠিয়েছিলাম কবিতা;
“তুমি যদি থাকো দূরবীন ছুঁয়ে, আমি তবু আলো হবো যতদূর গেলে ফিরে দেখা যায় – সেই দূরত্বে রয়ে যাব আমি।”

সে লিখেছিল “কবিতা হারিয়ে গেলে কি তুমি আমাকেও হারাবে?” আমি কোন উত্তর দেইনি শুধু বুঝেছিলাম আমরা একে অন্যের চেয়ে বেশি কিছু হয়ে গিয়েছি।
চারটি বছর কেটে গেল। শহরটা বদলায়নি শুধু তার বুকের পলাশ গাছে আগের মত ফুল ফোটে না। বসন্তেই একা একা যেতাম বইমেলায় বা অন্য অনুষ্ঠানে, দাঁড়িয়ে থাকতাম।মনে হতো কেউ পেছন থেকে বলবে “এইযে কবি!”
কিন্তু কেউ বলতো না।এক বসন্তের দুপুরে হোয়াটসঅ্যাপে একটি বার্তা –” এই বসন্তে কি তোমার কাছে ফিরতে পারি? ”

আমি চোখ কচলালাম। সত্যি কি সে ফিরেছে?সে ছবি পাঠালো আনন্দমোহন কলেজের উত্তর পাশে চায়ের দোকানের একটু দূরে বসে আছে। হাতে সেই খাতা।আমি তাড়াতাড়ি চলে গেলাম সেখানে। দোকানটা ছিল আগের মতোই ইহার অদূরেই আছে সে। অনিকা রূপক। চোখে সেই আগের মতই গভীরতা, মুখে একটুখানি অচেনা পরিণতি।

আমি বললাম “তুমি কি জানো আমি কখনো তোমার ফেসবুকেও ছবি দেখিনি,কারণ আমি শুধু সেই ছবিটা মনে রাখতে চেয়েছিলাম – -যেটি দিয়ে তুমি আমাকে প্রথম কবিতা লিখতে বলেছিলে।” সে খাতা এগিয়ে দিয়ে বলল “তুমি লিখেছিলে আমি হবো তোমার সবচেয়ে দীর্ঘ কবিতা।এবার আমিও কিছু লিখেছি।” খাতা খুলে পড়ে নিলাম —
“তুমি যে শব্দ দিয়ে শুরু করেছিলে আমি সেই শব্দকে পাখা দিয়েছি।

ময়মনসিংহ থেকে সিলেট, কবিতার দূরত্বে হাঁটতে হাঁটতে আমি জেনে গেছি — ভালোবাসা মানে ফিরে আসা নয়, বরং থেকে যাওয়ার প্রতিশ্রুতি।তুমি থাকো ঠিক আগের মত আমি এবার সত্যি রুপক হবো। তোমার জীবনের।”

আমি বললাম, ” তাহলে এবার চলো আবার মেলায় যাই, ঘুরি ফিরি, বই কিনি। না হয় এবার একটা বই লিখি আমাদের নামে।”
সে বলল “তুমি লিখবে কবিতা আমি লিখব পাশে নীরবতা।”
আমরা হাঁটছিলাম টাউনহলের দিকে বসন্ত এবার আরো বাস্তব। আর আমার দীর্ঘতম কবিতা কনিকা রূপক — আমার পাশে হাঁটছিল।

তবে ফিরে যাওয়ার আগে সে বললো ” এখন আবার যেতে হবে।কিন্তু এবার তুমি কি আমাকে চিঠি লিখবে?”
আমি কিছু বলিনি শুধু তাকিয়ে ছিলাম তার চোখে। সে চোখের ভিতরেই হয়তো লিখে ফেলেছিলাম ভালোবাসার অর্ধেক চিঠি।
সে চলে যাওয়ার পর আমি্‌,,,,,,,,,


এই বিভাগের আরও খবর