সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনমঃ
বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ যদি আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে চান এবং সুন্দর করতে চান তবে মানসিকতার পরিবর্তন করুন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বাড়িতে হামলা,ভাংচুর ও ২০ লাখ টাকা লুটপাট আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে কয়েক সেকেন্ড পূর্বেই তৃষ্ণার গোলে শেষ হাসি হাসল বাংলাদেশ মুন্সিগঞ্জের সাবেক এমপি মো.আব্দুল হাই এর অবস্থা অবনতি হওয়ার হাসপাতালে ভর্তি আমরা বদলে গেছি ১৯৫ টা দেশ সাবেক চলমান রেমিট্যান্স যোদ্ধা পরিবার ৯ কোটি রূপসী পাড় উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাস করেনি একজনও বগুড়া’র সোনাতলায় সেনাবাহিনীর অভিযান: নকল তামাক কারখানায় ৪ জন গ্রেফতার! বগুড়া গাবতলী একজন প্রতিবন্ধী ছেলের জন্য বাবার আকুল আবেদন বাড়িতে প্রবেশ করার রাস্তাটি একটু প্রশস্ত করা ধামরাই উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)পক্ষ থেকে ঢাকার মিটফোর্ড হাসপাতাল সামনেই ব্যবসায়ী সোহাগ কে হত্যার প্রতিবাদ ও বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল করেন নিবন্ধন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা ও গুরুত্ব : নির্বাচন নয় দেশের চলমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা জরুরী বগুড়া সদরে মাদকসহ যুবক গ্রেফতার শ্রীপুরে সম্মিলিত উদ্যোগে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান! মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার মধুপুরে ৩ বেকারি ফ্যাক্টরির মালিককে জরিমানা  ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক!

ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫

রিপোর্টার নাম
পাবলিশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫
ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সারাদেশের ন্যায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৫ এর আয়োজন করা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবছর এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল The Future of Peacekeeping.

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, মোঃ মোখতার আহমেদ; ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার এডব্লিউজিসি, সদরদপ্তর ৭৭ পদাতিক ব্রিগেড, মোমেনশাহী সেনানিবাস।

এছাড়াও এতে, ময়মনসিংহস্থ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ছাড়াও সেনাবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। তিনি উপস্থিত সকলকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের এবং জুলাই ২৪ বিপ্লবের শহীদ এবং সাহসী বিপ্লবীদের মহান আত্মত্যাগ।

তিনি বলেন ১৯৮৮ সাল থেকে অদ্যাবধি বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে আত্মাহুতি প্রদানকারী সকল বাংলাদেশী সেনা ও পুলিশ সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে যাদের বীরত্বের প্রতিবিম্ব আজও বিশ্বশান্তির ধারক ও বাহক হয়ে প্রতিভাত হচ্ছে প্রতিটি সেনা ও পুলিশ সদস্যের অন্তরে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার এডব্লিউজিসি, সদরদপ্তর ৭৭ পদাতিক ব্রিগেড, মোমেনশাহী সেনানিবাস এবংনমোঃ মোখতার আহমেদ বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

এর আগে সকাল ০৮:০০ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এখান থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে জিরো পয়েন্ট মোড়- ব্যাট বল চত্বর হয়ে টাউনহল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিহত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে- শান্তি মিশনে বাংলাদেশের ৩৭ তম বর্ষপূর্তিতে শান্তিরক্ষীদের বিশ্ব শান্তি রক্ষায় তাদের আত্মত্যাগ ও অমূল্য অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।


এই বিভাগের আরও খবর