বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক বাংলার সংবাদ এর সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ আবুল হাসেম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের স্বনামধন্য লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এম ডি, ডিএমডি ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই সময় দেশের পরিস্থিতিতে দেশের জন্য কাজ করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান দৈনিক বাংলার সংবাদ এর সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি।
তিনি বলেন লাইফ ইন্সুরেন্স কোম্পানির দায়িত্বে থাকা সকল কর্মকর্তা কর্মীবৃন্দরা দেশের দোরগোড়ায় তৃণমূলে দেশের মানুষের আর্থিক উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই সকল মেধাবী কর্মকর্তা কর্মীবৃন্দরা দেশের জন্য সামাজিকভাবে কাজ করে যাচ্ছে। অথচ তাদের মূল্যায়ন এই দেশের সরকারের কাছে নাই।
তাদের জন্য প্রয়োজন ন্যূনতম মাসিক বেতন ভাতা। কিন্তু তারা তা পাচ্ছে না। এ সময় তিনি দেশের সরকারের প্রতি তাদের বেতন ভাতাদি সহ বিভিন্ন দাবিদাবার বিষয়ে সরকারের নিকট অনুরোধ করেন। সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সর্বজনীন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চৌধুরী নজরুল ইসলাম সীমান্ত।