জয়পুরহাট জেলা প্রতিনিধি
আগামী নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। এমনটাই মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফয়সাল আলীম।
(২৯ মে) বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাস্টারমাইন্ড স্কুলে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) নির্বাচনী এলাকার উন্নয়নে মাস্টার প্লান করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যেখানে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী প্রতিমন্ত্রী , সংসদ সদস্য থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত সকলেই এক সঙ্গে দেশ থেকে পলায়ন করেছে।
তিনি আরো বলেন, জয়পুরহাট-পাঁচবিবির উন্নয়নে কাজগুলো চিহৃিত করে তিনটি ধাপে বাস্তবায়নের মাস্টার প্লান তৈরি করছি। যে উন্নয়ন গুলো বেকার যুবকদের কর্ম সংস্থানের সৃষ্টি করবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে এটা প্রায় নিশ্চিত। দল যদি আমাকে মননোয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে জয়পুরহাট পাঁচবিবিবাসীর উন্নয়নে নজির সৃষ্টি করবো।
এছাড়াও তিনি মাদক, অনলাইন জুয়া, ঘুষ দূর্নীতি, অনিয়মের বিরুদ্ধে ও সত্য প্রকাশে সাংবাদদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে উপস্থিত সাংবাদিকদের নিকট জয়পুরহাটের উন্নয়নে বিভিন্ন পরামর্শ চেয়ে বক্তব্য আহবান করেন তাদের প্রশ্নের উত্তর দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল প্রমুখ।