আপন জন
সোহরাব হোসেন
বেশ তোমায় মনে পরে –
তুমি কি আজও আপন মনে
মাঝে মধ্যেই যাও নদী পাড়ে?
নাকি ঘাটে বসো আনমনে?
এখনো কি বহে দক্ষিণা পবণ?
উড়ে কি তোমার মাথার কেশ?
স্নান শেষে হেঁটেছ খালি পায়ে,
ভিজা পায়ের ছাপ বুঝি –
এখনো চেয়ে রয় মেঠো পথে!
এখনো কি নদীর ঘাটে
আমার অপেক্ষায় রও দাঁড়িয়ে?
নাকি অভিমানে ভেজা গামছায়
মুখটি ঢেকে ফিরে আসো বাটে?
কেটে গেছে অজান্তেই বহু ক্ষণ!
তৃষার্ত চোখে তোমার শরাব পানে,
মনে হয় বুঝি, তুমিই আপন জন !